আমাদের কথা খুঁজে নিন

   

ঝাপসা জলের ঢেউ

রাজনীতি বুঝিনা। বাঁকা পথে চলিনা । গন্তব্য ওই তো কিছুদূর সামনেই দ্রুত গতিতে সামনে যাচ্ছিলাম উদ্দেশ্য ---- নিজ গন্তব্য , গ্রীষ্মের দাবাদহে সূর্যটা সদিচ্ছায় অমানবিকভাবে তাপের বিকিরণ ছড়াচ্ছিল । মানুষ কে সৃষ্টির সেরা জীব হিসাবে সৃষ্টিকর্তা ঘোষণা করেছেন । সে হিসাবে মহান সৃষ্টি কর্তার নিকট অবনত মস্তকে প্রশংসা করতে বিন্দু মাত্র দ্বিধাগ্রস্ত হই ।

তবে কখনও যদি আমার সেই মহান সৃষ্টি কর্তার মুখোমুখি কথা বলার সুযোগ পাই , তাহলে অবশ্যই আমি এর কারন জানতে চাইব । কথা বলছিলাম কোথাও যাওয়া নিয়ে । আর এই যাওয়া আসার পথে কত কিছুই আমাদের চোখে পড়ে , কিছুতে আনন্দ, কিছুতে বিষাদ। সময়টা যে ঠিক দুপুরটা তা হয়ত সহজেই অনুমেয় । আমি একটু থামতে ইচ্ছা করছিলাম কিন্তু দ্বিধা ও তাড়া কাজ করতেছিল বিধায় অগত্যা সামনে যেতেই থাকলাম ।

কিছু সামনে গেলাম , রাস্তার ডান পার্শে একটা ডাস্টবিন , ময়লা আবর্জনায় পূর্ণ তা আর বলার অপেক্ষা রাখেনা । একজন মানুষ বয়স বড় জোর ৩০, এর বেশি হবে না । সাধারণত ঐ সময় টোকাইরা থাকে না তাই একটু কৌতূহল নিয়ে একটু দূরে অপেক্ষা করতে লাগলাম দেখার জন্য সে কি করে ? এর পিছনে আরেকটা কারণ হল লোকটি বোতল বা পরিতাক্ত কিছু খুজছেনা , সে অন্য কিছু খুঁজছে আমি ভাবলাম হারানো কোন জিনিস । অনেক খোঁজাখুঁজির পরে দেখলাম একটি পলিথিনের ব্যাগ তুলে আনল , ব্যাগটা একটু বড় ছিল কারণ ব্যাগে বিভিন্ন আবর্জনার সাথে মুখে কিছু উচ্ছিষ্ট খাবার তথা ভাত ছিল । সে কোন দিকে না তাকিয়ে খেতে শুরু করলো ।

তার খাবার এর প্রতি আগ্রহ দেখে মনে হল অনেক তৃপ্তি নিয়ে খাচ্ছিল । কাজের কথা ভুলে দাঁড়িয়েই ছিলাম আর ভাবছিলাম এই কেমন বৈষম্য ? এ কেমন সৃষ্টিগত পার্থক্য ? বুঝতেই পারি নাই কখন যেন চোখ দুটো ভিজে গেলো । ফোন আসলো ভাই তোমার জন্য আর কত সময় বসে থাকতে হবে ....... অনিচ্ছা সত্ত্বেও সামনে যেতে হল । । লোকটি বিকৃত বা মানসিক রোগী ছিল কিনা জানিনা ।

তবে সে যে ধর্ম , গোত্র , বংশের, দলের বা সমাজের যাই হোক এমনটা আমি চাই না । (সংযুক্ত ছবিটি প্রতীকী তবে ঘটনাটা ঠিক এই ছবির মত) ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।