আমাদের কথা খুঁজে নিন

   

কালো বিড়াল, আবুলি বিড়াল নাকি গোলাপী শাড়ি, টুপি দাড়ি?

যা বিশ্বাস করি না, তা লিখতে-বলতে চাই না, পারবোও না। কিন্তু যা বিশ্বাস করি, তা মুখ চেপে ধরলেও বলবো, কলম কেড়ে নিলেও লিখবো, মারলেও বলবো, কাটলেও বলবো, রক্তাক্ত করলেও বলবো। আমার রক্ত বরং ঝরিয়েই দাও, ওদের প্রতিটি বিন্দুর চিৎকার আরও প্রবল শূনতে পাবে। ১) মূল ঘটনা: "আজ জাতির ভাইয়া তারেক ভাই ৪৮তম জন্মদিনে- দেশনেত্রী খালেদা জিয়া এক বানীতে বলেন তারেক রহমান অত্যন্ত সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। দুর্নীতির সঙ্গে তারেকের কোনো সংশ্লিষ্টতা ছিল না! তিনি আরো জানান তারেকের নিজস্ব কোন সম্পদ নেই! এ সময়ে দেশনেত্রী খালেদা জিয়া তার পৌরসভার চেয়ারম্যানের একটি চারিত্রিক সনদপত্র উপস্হাপন করেন- তাতে তারেক রহমানকে শক্তিশালী চরিত্রের অধিকারী এবং সত বলে প্রত্যায়ন করা হয়।

জননেত্রী তারেক জিয়াকে ডিজিটাল বাংলাদেশের প্রথম রূপকার জনক বলেন- তিনি এ সময়ে বলেন দেশ দিয়েছেন মেজর জিয়া-গনতন্ত্র দিয়েছেন খালেদা জিয়া আর ডিজিটাল বাংলাদেশ তারেক জিয়া। এ সময়ে খালেদা জিয়া তারেক জিয়াকে আরেকবার সুযোগ দিতে বলেন যাতে সে দেশের চেহারা বদল করে দিতে পারে। " বিনুডুন!!!! মাটির তলের ঘটনা:চোর ছাচ্চরগুলার ভাত মারতে এই ডাকাত আবার আসব? এই মানুষরে জনগণ আবার ভোট দিব? বাতাস ভবনে আবার হওয়া লাগব? দেশটা কই যাবে সেই হাওয়ায়? ভেবেছেন কি? হাওয়ায় ভেসে এবার টাকাগুলা কই যাবে? সুইস একাউন্ট এ? নাকি মালেশিয়ার শপিং মল এ? তারেক তোমাকে জাতি চায়না। চায় হলো গিয়াস উদ্দিনের আল মামুন এর মত দেশের শত্রুরা। তুমি আল্লাহর ওয়াস্তে মাফ কর, বিদায় হয়ে যাও! এই জাতি আবার সেই কালো রাজনীতিতে ফিরে যেতে চায়না।

আওয়ামী ভালো না, জামায়াত ভালো না, বিএনপি ভালো না! তাহলে জাতি যাবেটা কই? তারেক-জামায়াত বিহীন বিএনপি হয়ত মন্দের ভালো হতে পারে। তবে তাদের সহ বিএনপি? ফালুদাজিয়ার গম চুরি-টিন চুরি? কত রক্ত শোষণ করবি তোরা হায়েনার দল? ২) গোলাপী বেগম বলিছেন, সুযোগ দেন দেশটা ডিস্টেমপার করে দেব!!!!! দেশটার ফেকাশে গালে গোলাপী রং লাগাতে চান গোলাপী বেগম। দেশ বদলের দরকার নাই বেগম পিয়া। আমার সোনার দেশ সোনারি আছে। এখনো গোলাপী হয়ে যায়নি।

আমি আমার দেশকে দেশের মতই চাই। চাইনা শুধু আপনাদের মত দেশ ধংসের নেশায় মত্ত এমন রক্ত পিয়াসু। চাইনা জাময়াতের মত দেশদ্রোহী রাজাকারের "ভালো খেলার" পুরস্কার হিসেবে আপনাদেরকে ক্ষমতায় দেখতে। চাইনা আরো গত খানেক বাংলা ভাই, মুফতি হান্নান। চাইনা বাড়ি থেকে অনিরাপদ বের হবার নিশ্চয়তা।

না গোলাপী বেগম, এগুলো আমাদের চাওয়া না। আমরাও চাই দেশটা বদলে যাক। তবে আপনি হয়ত জানেন না দেশ বদলের ফর্মুলাটি। সেটি হচ্ছে দেশপ্রেম। আপনাদের মাঝে যার ব্যাপক অভাব।

অবক্ষয়ের চরান্তে পৌছে যাওয়া দলটিতে কি যথেষ্ট সংশোধনী হয়েছে? আনুষ্ঠানিক ভাবে কি জামায়তকে সরিয়ে দেয়া হয়েছে? এখনো কি করেছেন যুদ্ধ অপরাধের বিচারের কানা কড়ি সমর্থন? এগুলো শুধুমাত্র পশুর কাতার থেকে মানুষে নামাতে পারবে। তারপরে ভোট চান, জনগনের ভেবে দেখাটা তখন যৌক্তিক হবে। তার আগে নয়। >পরিবর্তন দেশের নয় আপনাদের প্রয়োজন, মানসিকতার। >পরিবর্তন দেশের নয়, প্রয়োজন খারাপ মানুষদের (উদাহরণ লাগবে: নিজের পরিবারের দিকেই তাকান, ফালুও তো পরিবার তাইনা?) আওয়ামিলীগ প্রকৃত অর্থে সফল নয়।

মেনে নিলাম। আমরা কতটা সফল? আমরা কি দিয়েছি কোনো দলকেই(বিএনপি নীতিগত ভাবে দল হবার যোগ্যতা হারিয়েছে, কারণ জামায়ত সম্পৃক্ততা) যথেষ্ট সময়? আমরা কি প্রতি পাঁচ বছর পর পর নতুন কিছু পদ্ধতি নিজেদের উপরেই চাপিয়ে দিচ্ছি না? আওয়ামিলীগ ভালো করেনি, তবে আমাদের ভেবে দেখা দরকার, আমরাকি সেই অরাজক সময়ে ফিরে যাব? তপ্ত কড়াই থেকে জলন্ত উনুনে? আমি আওয়ামিলীগকে ভোট দিতে বলবনা, নিজেও দিবনা, ঠিক যতক্ষণ না পর্যন্ত যুদ্ধ অপরাধীদের ঝুলন্ত মস্তকের ছবি পত্রিকার প্রথম পাতায় দেখব। আর বিএনপিকেও দল বলবনা, যতক্ষণনা পর্যন্ত সেই মস্তকগুলো ঝুলানোর জন্যে তারাই এগিয়ে দিবেন। আর দুর্নীতির রাজপূত-মহারানীদের সিন্হাসন চ্যুত করা হবে। ভালো করে ভেবে দেখুন, আমি অনুরোধ করব।

আপনি আওয়ামী-নাকি বিএনপি সমর্থন করেন জানিনা, আপনি ছাগু নাকি বাঘু তাও জানার প্রয়োজন আমার নাই। তবে মন থেকে যেটি বলতে চাই, আপনি বাংলাদেশী। এই দেশের আলো হওয়াতে যে শরীরে রক্ত প্রবাহিত হয়, সেই দেশটির কথা ভাবুন। যা দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে আপনার-আমার। দেশের ভালো ভাবুন।

তার জন্যে সিদ্ধান্ত নেন। ____________________________________________________ গোলাপী অপার শাড়ি, নিজাম-আজুম দাড়ি, তারেক মামুর কড়ি। যাই করি তাই করি, দেশের তরে ভাবি আর দেশটা যেন গড়ি!! কালো বিরল ধলো বিড়াল, সেন বিড়াল, আবুলি বিড়াল, দেখেন, ভাবেন, দেশের তরে, সোনার মা দেশের তরে। ----------------------------------------------------------------------- ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.