আমাদের কথা খুঁজে নিন

   

সবকিছু হাসির বিষয় নয়-১২৭

আমি লিখি মানুষের কথা,মানুষ পড়ে না। (১) এক বিদেশী পর্যটক তার গাইডকে জিজ্ঞাসা করল: এদেশে সবথেকে বেশী বরফ কোথায় পড়ে? গাইড: রাত আটটার আগে কাশ্মীরে আর রাত আটটার পর হুইস্কির গ্লাসে। (২) একবার এক জাপানী প্রতিনিধি দল ভারতে এল একটি উন্নয়ণ প্রকল্পের কাজ দেখাশোনার জন্য। একটা মিটিংয়ে সেই প্রতিনিধি দলের শীর্ষ কর্তা বললেন: আমাদের তিন বছর সময় দিন আমরা ভারতকে জাপান বানিয়ে ছেড়ে দেব। ভারতীয় প্রতিনিধি দলের শীর্ষ কর্তা তার জবাবী ভাষণে বললেন: আপনারা বড্ড বেশী সময় নিয়ে ফেলছেন, আপনারা আমাদের মাত্র তিনদিন সময় দিন, আমরা জাপানকে ভারত বানিয়ে দেব। (৩) রহিম: কাল আমি ক্যাটরিনা কাইফের সাথে কথা বললাম। রহমান: তাই নাকি? কি বলল? রহিম: রং নাম্বার। (৪) প্রেমিকা: আমি হলাম মোবাইল, তুমি আমার সিমকার্ড। প্রেমিক: তাই নাকি,তোমার মোবাইল ডবল সিমের নয়তো? (৫) করিম: তুই তোর বউকে কি বলে ডাকিস? দেবদাস: গুগল শুনছো? করিম: তারমানে? দেবদাস: একটা প্রশ্ন করলে হাজার রকম উত্তর দেয়, তাই।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।