আমাদের কথা খুঁজে নিন

   

আমেরিকায় তোমার সন্তান স্বর্ণ চামচ মুখে, মরুর বুকের পিপাসার্ত শিশুর বিঁধছে টোটা বুকে।

ভাঙ্গতে পারবে না আমি ভঙ্গুর নই। ছুঁতে পারবে না কভু যদি ক্ষিপ্র হই। সময়োপযোগী কবিতা। সবাইকে পড়ার অনুরোধ রইলো। ১৮+ না হলে তো আমরা পড়তে চাইনা, তারপরেও ভাল লাগার কথা।

এসো হাতে হাত ধরে দরিদ্রকে টেনে তুলি, সব প্রভেদ ছুড়ে ফেলে সাম্যের দ্বার খুলি। আফ্রিকার মরুর মাঝে উপোস বসে ওরা, রসনাবিলাস উদরপূর্তি আর উৎসবে মেতে তোরা, আমেরিকায় তোমার সন্তান স্বর্ণ চামচ মুখে, মরুর বুকের পিপাসার্ত শিশুর বিঁধছে টোটা বুকে। ক্ষুধা, বালাই, নির্যাতন আর উপেক্ষা যাদের সাথী। সুনজর দিই না মোরা কেমন মানব জাতি? ইতর যারা তারাই করে দ্বৈতবিচার দ্বিমুখী-শাসন, কপটতা কাজেকর্মে আর মুখে সদা মিষ্টি ভাষণ। কবিতাটি অনেকদিন আগে লিখেছিলাম।

ব্লগে তখন পোস্ট করেছি কিন্তু কেউ পড়ার সুযোগ পায়নি, সম্ভবত আমি সেফ ছিলাম না। আমেরিকায় "তোমার সন্তান স্বর্ণ চামচ মুখে, মরুর বুকের পিপাসার্ত শিশুর বিঁধছে টোটা বুকে। " এই লাইন ২টি আমার প্রফাইলে দিয়ে রেখেছি সেই প্রথমদিন থেকেই। ইন্টারনেটে শিশুদের লাশ দেখে যদিও এগুলো এখন পাগলের প্রলাপের মত লাগে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।