আমাদের কথা খুঁজে নিন

   

নটরডেমের দুঃখগাথা (কিঞ্চিত্‍ লুলীয়)

ঘরের খাই আর বনের মোষ তাড়াই কোন দুঃখে পড়িতে গেলাম নটরডেমে পড়া হইলনা কোন সহপাঠিনীর প্রেমে। তবু আমি গিয়েছিলাম গুহ স্যারের বাসায় ভিকা কিংবা হলিক্রসের অনুগ্রহের আশায়। আমি নটরডেম এর ছাত্র একথা শুনিবা মাত্র অভিভাবেকেরা আমায় হুদাই শাসায়। সায়েন্স ফেয়ারে যাইতাম সাজিয়া হাংকি পাংকি সুদর্শনা ভিকা পাইলে মারিব উহারে টাংকি। রেজার বাসায় যাবার আগে প্ল্যান করিতাম রোজ হলিক্রসের পরী পাইলে করিব প্রপোজ। ইশারায় ডেকেছি তাদের, কেউ দেয়নি সাড়া এরপর আর কি উপায় থাকে আত্মহনন ছাড়া। ঠগ বাছতে গাঁ উজার করে ফেলি আবার সিটি কলেজের বন্ধুরা মোর করিছে কম্ম কাবার। সায়েন্স প্রজেক্টের কমেন্টে দিতাম মেইল আইডি রিপ্লাই আসিত, থ্যাংকিউ "ভাইডি" আমার সাথে দেখা হয়নি কোন বনলতা সেনের খুজতে কোথাও বাকি রাখিনি ফকিরাপুল লেনের এত কিছুর পড়েও যখন হয়না কাবজাব ইচ্ছা করে বুড়িগংগায় গিয়ে দেই ঝাঁপ নটরডেমের স্যারদের কি মায়ামমতা নাই তারা কি দেখেনা কত তরুনের হ্রদয় পুড়ে ছাই। সহশিক্ষার জাদুকাঠিতে রাজউক হয়েছে সেরা নটরডেমের আঙিনা কেন কুসংস্কারে ঘেরা অনুজ কে তাই দেই উপদেশ, নটরডেম কে ভোলো গেলে হেথায় জীবন তোমার রয়ে যাবে সাদাকালো -অরচিত কবিতাবলি রাফি রায়হান ১৯ নভেম্বর ২০১২ ঢাকা

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।