আমাদের কথা খুঁজে নিন

   

বাতাসে শুধুই লাশের গন্ধ, কিন্তু প্রগতিবাদীরা মেরিল-প্রথম আলো ঝলমলে তারার মেলা আর নাট্যোৎসব নিয়ে ব্যস্ত !

২৫ এপ্রিল মহড়ার বিবরণ (প্রথম আলো): মেরিল-প্রথম আলো পুরস্কারের মহড়াকক্ষের এককোণে বসে চিন্তামগ্ন অভিনেতা অপু। পাশ থেকে মাজনুন মিজান তাঁর চুল ধরে টানতেই যেন হুঁশ ফেরে অপুর। ‘ওই মিয়া, কী চিন্তা করছেন?’ মিজানের এ কথা শুনেই অপুর মুখে হাসির ঝিলিক। সেই রোশনাই নিয়ে বললেন, ‘এর আগে মেরিল-প্রথম আলো অনুষ্ঠানে কোনো দাওয়াতপত্রই পাইনি। আর এবার সোজা অনুষ্ঠানের রঙ্গমঞ্চে উঠে যাচ্ছি!’ ২. তুমুল উত্তেজনা নিয়ে মহড়াকক্ষে হাজির হলেন সাজু খাদেম।

এসেই স্বভাবসুলভভাবে শুরু করলেন মজার মজার কৌতুক বলা। তাঁর একেকটা কৌতুক শেষ হচ্ছে, আর ওদিকে মহড়াকক্ষের মানুষ হেসেই কূল পাচ্ছে না। এই হাসি ও উত্তেজনা আরও বেড়ে গেল, কোরিওগ্রাফার তানজিল যখন অপু, সাজু খাদেম, শামীম জামান ও পেসার শামীম—সবাইকে একযোগে মহড়ার তাগিদ দিলেন। তবে ওই দলে যোগ দিয়ে মুহূর্তেই তুষার খান বলা নেই কওয়া নেই, মারমুখী হয়ে উঠলেন! বেধে গেল হট্টগোল। এরপর কী হলো? বিষয়টি দর্শকের কাছে আপাতত ধোঁয়াশাই হয়ে থাক।

পাঠক, আগামীকাল ২৬ এপ্রিল মেরিল-প্রথম আলো পুুরস্কার ২০১২-এর অনুষ্ঠানকে ঘিরে উত্তেজনা শুধু কি এখন প্রথম আলো কার্যালয়ের মহড়াকক্ষে এসব তারকাদের মধ্যে? না, প্রথম আলোর কার্যালয় থেকে শুরু করে মগবাজার স্টুডিওপাড়া, এমনকি শিল্পকলা একাডেমী হয়ে মোহাম্মদপুর গিয়েও এই উত্তেজনার ঢেউ ছড়িয়েছে। কারণ, এই প্রতিটি জায়গায়ই রয়েছে মহড়াকক্ষ, সবখানেই মহড়া চলছে। আর মহড়াকক্ষগুলো থেকে উত্তেজনার ডালপালা এর মধ্যেই ছড়িয়ে গেছে প্রথম আলোর লাখো শুভাকাঙ্ক্ষী ও পাঠকের ভেতরে। তারকাবহুল এই মেরিল-প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানে তারকা কী করছেন, সে প্রশ্নের উত্তর জানতেও ব্যাকুল সবাই। কিন্তু এ জন্য সবাইকেই আগামীকাল সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের ‘হল অব ফেম’-এর অনুষ্ঠানটির জন্য অপেক্ষা করতে হবে।

শুধু তা-ই নয়, এবার পাঠকেরাও প্রিয় তারকাকে জিতিয়ে আনতে কুপন, খুদেবার্তা ও অনলাইনে ভোটযুদ্ধে নেমে রুদ্ধশ্বাস উত্তেজনায় আরেকটু ঘি ঢেলেছেন। ৩. মহড়ার শুরুর দিকে একদিন ছোট পর্দার অভিনেত্রী রুনা খানকে ডামি মাইক্রোফোন হাতে খুব অস্থির দেখা গেল। তাঁর হাবভাব দেখে মনে হচ্ছে, কোথাও জ্বালাও-পোড়াও চলছে। তিনি মঞ্চে উঠে কি সেই অভিনয়ই করবেন, নাকি অন্য চেহারায় হাজির হবেন? দর্শকের জন্য এটাও একটা চমক বটে। ৪. একদিনের ঘটনা।

মহড়াকক্ষে নায়িকা মাহি এসে বসে আছেন বাপ্পির জন্য। কিন্তু বাপ্পি তো তখন শুটিংয়ে, নরসিংদী। এর মধ্যে অনুষ্ঠান-সংশ্লিষ্ট একজন জানালেন, বাপ্পি পরদিন মহড়ায় অংশ নেবেন। মাহি তখন একাই দাঁড়িয়ে গেলেন মহড়ামঞ্চে। কোরিওগ্রাফার গানের সঙ্গে মুদ্রা তুলে দিচ্ছেন তাঁকে।

হঠাৎ হাসির শব্দ—হেসে বসে পড়লেন মাহি। সামনে বসে যাঁরা মহড়া দেখছিলেন, তাঁদের উদ্দেশে তিনি বললেন, ‘চোখ বন্ধ রাখুন প্লিজ! আমি লজ্জা পাচ্ছি। ’ মাহির এ কথায় কেউ কি না হেসে পারেন! ৫. নিশো মহড়াকক্ষে ঠিক সময়ে হাজির হলেও শখ লাপাত্তা। তাঁর অবস্থান জানার জন্য ফোনে একাধিকবার চেষ্টা করছে ‘আনন্দ’ বাহিনী। ততক্ষণে পুরোদমে চলছে অন্য দলের মহড়া।

নিশো খুব মনোযোগ দিয়ে দেখছেন সেসব। হঠাৎ পাশের জনকে ফিসফিস করে বললেন, ‘এর আগে মঞ্চে এ ধরনের অনুষ্ঠানে কখনোই অংশ নিইনি। তাও আবার মেরিল-প্রথম আলো পুরস্কার অনুষ্ঠান বলে কথা। আমার জন্য এটা একটা চ্যালেঞ্জ। ’ এ সময় একগাঁটরি শপিংব্যাগ হাতে শখ এলেন মহড়াকক্ষে।

ঢুকেই কৈফিয়ত—‘বসুন্ধরা সিটি থেকে একা একা হাঁটতে হাঁটতে এলাম। গাড়ি নেই। ’ ‘কেন, গাড়ি কি চুরি হয়েছে?’ হাসিসহ নিশোর প্রশ্ন। শখও হাসলেন তাঁর কথায়, ‘আরে না, বাবা-মা গাড়ি নিয়ে গেছেন গ্রামের বাড়িতে। ’ শখের জবাব।

শখের প্রতি নিশো এবার পাল্টা অভিযোগ ছুড়লেন, ‘তুমি তো ফোন ধরো না। ’ বেধে গেল তর্কযুদ্ধ। ‘না, আমি তো তোমার ফোন ধরেছি। ’ বললেন শখ। ‘কখন?’ নিশোর এই প্রশ্নে এখন না হেসে উপায় নেই শখের।

বললেন, ‘সকালে না, দুপুরের ফোন তো ধরেছি। ’ এবার নিশোর হাত চেপে ধরলেন তিনি, ‘ওকে, এমন আর হবে না। ’ ‘দেখো, আমার হাত ছুঁয়ে কথা দিলে কিন্তু। ’ নিশোর কথায় দুজনেই এরপর হেসে গড়াগড়ি। ৬. মেরিল-প্রথম আলোর পুরস্কার অনুষ্ঠান মানেই এক মঞ্চে তারকা-মহাতারকাদের মহামিলন।

তাই মহড়ার জন্য অন্য সব ব্যস্ততা ফেলে তারকাদের সময় বের করা চাই-ই চাই। এ কারণে মহড়াকক্ষে ঢুকেই মীমের ঘোষণা, ‘শুটিংয়ের সব শিডিউল থেকে ২৬ তারিখ পর্যন্ত মহড়ার সময়গুলো বের করে রেখেছি। ’ তখন পাশে বসা নিশো তাঁকে বললেন, ‘চলো, আমরা তাহলে মহড়া শুরু করি। ’ নিশো মীমের হাত ধরে টেনে তুলতেই মীম তাঁর কান টেনে ধরে শুরু করলেন খুনসুটি, ‘তুমি কি আমার নায়ক? তোমার সঙ্গে না। ’ বলতে বলতে আপসোসের সুরে আবারও মীমের কণ্ঠ, ‘ওহ! আমার নায়ক যে কখন আসবে।

’ মীম, আরেফিন শুভ ও নিশো—তিনজনই অভিনয়শিল্পী। এর আগে মীম-শুভ জুটি হয়ে মেরিল-প্রথম আলোর অনুষ্ঠানে গানের সঙ্গে একাধিকবার নেচেছেন। এবার মীম জুটি গড়েছেন কার সঙ্গে—শুভ না নিশো? উত্তরটি পাঠককে এ মুহূর্তে না-ই বা জানালাম। কিন্তু এবার কোন আকর্ষণ নিয়ে তাঁরা তিনজন মঞ্চে হাজির হচ্ছেন? নাচ, নাকি অভিনয়? চমকটা চমকই থাক। ৭. একটা কাণ্ডই ঘটিয়েছেন তুষার খান।

টানা ২০ দিন পর হাসপাতালের বিছানা ছেড়ে প্রথম আলোর কার্যালয়ে উপস্থিত হয়েছেন তিনি। হাঁটছেন খুঁড়িয়ে খুঁড়িয়ে। এ পরিস্থিতিতেও তাঁর মুখ হাস্যোজ্জ্বল, ‘মহড়ায় অংশ নিয়ে জোশ লাগছে!’ ৮. শুধু বিনোদন-ভুবনের মানুষজন নয়, অন্য জগতের মহাতারকারাও টানা অংশ নিচ্ছেন এবারের মহড়ায়। তাঁদের সবার নাম-তালিকা এখানে না হয় না-ই বললাম। মহড়ায় অংশ নেওয়া প্রত্যেক তারকার মোহনীয় ঝলকানিতে আগামীকাল আলোকিত হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের মঞ্চ।

সেই আকর্ষণটুকু থাক। আর তো বাকি মাত্র ২৪ ঘণ্টা! Click This Link আজ সারা দিন(প্রথম আলো) | তারিখ: ২৫-০৪-২০১৩ বাংলাদেশ শিল্পকলা একাডেমী সৈয়দ শামসুল হক নট্যোৎসব। আয়োজন করেছে প্রাঙ্গণেমোর। সেমিনার, বিকেল চারটায়। সেমিনার কক্ষে।

নাট্যকার সান্নিধ্যে, সন্ধ্যা সাড়ে ছয়টায়। জাতীয় নাট্যশালায়। ঢাকা আর্ট সেন্টার, ধানমন্ডি  রফিকুন নবীর আঁকা সাম্প্রতিক চিত্রকর্ম নিয়ে প্রদর্শনী। আজ শেষ দিন।  আরহাম উল হক চৌধুরীর বাংলা ক্যালিগ্রাফি প্রদর্শনী ‘অক্ষরে অভিব্যক্তি’।

চলবে ২৬ এপ্রিল পর্যন্ত। সাজু আর্ট গ্যালারি, গুলশান নবীন ও প্রবীণ ৮০ জন বিশিষ্ট শিল্পীর ১১৩টি চিত্রকর্ম নিয়ে প্রদর্শনী। চলবে ২০ মে পর্যন্ত। বলাকা সিনেওয়ার্ল্ড দেহরক্ষী ও শিখণ্ডীকথা। দুপুর সাড়ে ১২টা, বেলা সাড়ে তিনটা, সন্ধ্যা সাড়ে ছয়টা ও রাত নয়টায়।

স্টার সিনেপ্লেক্স  ফাইন্ডিং নিমো থ্রিডি, বেলা সাড়ে ১১টা, দুইটা, বিকেল সোয়া চারটা ও সন্ধ্যা সাতটায়।  লাইফ অব পাই থ্রিডি, বেলা ১১টা, পৌনে দুইটা, বিকেল সাড়ে চারটা ও সন্ধ্যা সোয়া সাতটায়।  চোরাবালি, বেলা ১১টা ও বিকেল চারটায়।  টেলিভিশন, বেলা পৌনে দুইটা ও সন্ধ্যা পৌনে সাতটায়।  ইম্মর্টালস, বেলা সোয়া ১১টা, দেড়টা, বিকেল সাড়ে চারটা ও সন্ধ্যা সোয়া সাতটায়।

Click This Link ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৭ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।