আমাদের কথা খুঁজে নিন

   

একজন হুমায়ন স্যারকে, শ্রদ্ধা ভারে একজন রাইসুল সাগরঃ এই লাইনগুলো শুধু স্যার আপনার জন্য,আমার এবং আমার ব্লগ বন্ধুদের পক্ষ থেকে।(সাময়িক পোষ্ট)

দুঃখ সুখ, অহম খেলা খেলছে মানুষ, যখন তখন, বাঊন্ডুলে, ভাবনা গুলোয় বিভোর আমার, আপন ভুবন। তাঁর বিদেহী আত্নার মাগফেরাত কামণা করি। মেঘের ওপাড়ে গড়েছো তোমার অন্ধকারের বাড়ি, চাঁদনি পশর রাতের জোৎস্নার সাথে দিয়েছো কেন আড়ি। কবিতাটি আরো বড় করার ইচ্ছা ছিল, কিন্তু মনে হল এই চার লাইনেই স্যার বুঝে জাবেন আমি তার নগন্ন অনুরাগী কি বলতে চেয়েছি। শুভ জন্মদিন স্যার। আপনার নতুন বাড়িতে অনেক অনেক ভালো থাকুন। ব্লগের সব ভাইয়া, আপুরা এবং বন্ধুরা ভালোথাকুন এবং স্যারের বিদেহী আত্নার মাগফেরাত কামণা করুন। শুভকামনা জানিবেন সকলেই। ভালো থাকুন সবাই সব সময়।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.