আমাদের কথা খুঁজে নিন

   

হুমায়ুন আমাকে স্বর্গ থেকে আর্শীবাদ করল আমার কষ্ট দেখে। আমার সমস্যা মিটে গেল। হিমু দিবসে একটি অলৌকিক সত্য কাহিনী..........

আমিও নিজে ও এই ঘটনায় হতবাক। হুমায়ুন যেন নিজ হাতে, আমাকে ভালবেসে, আমার অন্তুরের কথা বুঝতে পেরে আমাকে আর্শিবাদ করলেন। ঘটনাটি এই রকম। গত বৃহস্পতিবার থেকে আমার আজকের দিনটি মানে ১৩ ই নভেম্বরের প্রস্তুতি নিচ্ছিলাম। সবই ঠিক ছিল।

কিন্তু শুধুমাত্র একটি হলুদ পাঞ্জাবীর অভাব ছিল আমার। ঠিক করলাম বৃহস্পতি বার অফিস ছুটি শেষে গাউছিয়া বা আজিজ মার্কেট থেকে কিনে নিব। কিন্তু বৃহস্পতিবার ঢাকার রাস্তাঘাট এত ব্যাস্ত থাকে (মানে জ্যাম) যে রাত আটার মধ্যে আমি গাউছিয়া বা আজিজ মার্কেট কোনটাতেই পৌছতে পারলাম না। এর পর শুক্র ও শনিবার অফিস ছুটি। তাই ভাবলাম রবিবারে একবোরে অফিস ও করব এবং পাঞ্জাবী ও কিনব।

তাই এই দুই দিন ঘুমাইয়া কাটালাম। রবিরারে অফিসে এসেই রওনা হলাম আজিজ মার্কেট ও গাউসিয়ার উদ্দ্যেশে। কিন্তু তখন ই আমার এক কলিগ (সামুর প্রভাবশালী ব্লগার) আমাকে বলল রবিবারে আজিজ মার্কেট ও গাউসিয়া এলাকা বন্ধ থাকে। পরে বুজছিলাম এইটা ছিল পুরাই ভুয়া তথ্য। আমি ভাবলাম ঠিক আছে।

তাহলে সোমবারে ই কিনব। গতকাল মানে সোমবার আমি একটু আগে আগেই অফিস থেকে বের হলাম পাঞ্জাবী কিনার উদ্দেশ্যে। কিন্তু গত কাল ঢাকার রাস্তায় কি রকম জ্যাম ছিল তা ঢাকাবাসীরা নিশ্চয়ই বুজতে পেরেছেন। আমি মহাখালি থেকে ৬টায় রওনা হয়ে সাতরাস্তা তে পৌছলাম সাড়ে আটটায়!!!!!!! অগত্যা গাড়ি ঘুরিয়ে বাসায় চলে আসলাম। আজ সকাল আট টায় আমি রওনা হলাম আজিজ মার্কেট ও গাউছিয়ার উদ্দেশ্যে।

কিন্তু হায়!!! আজিজ মার্কেট গিয়া দেখি একটা দোকান ও খোলা না। সব বন্ধ!!!!! এর পর গেলাম নিউমার্কেট । সেখানে ও একই চিত্র। লোকজনের কাছে প্রশ্ন করে জানতে পারলাম প্রতি মঙ্গলবার এই এলাকা বন্ধ থাকে। মনে মনে আমি আমার সেই মিথ্যা তথ্য প্রদানকারী কলিগ কে গালী দেয়া ছাড়া আর কিছুই করতে পারলাম না।

আমার হাতে আর অন্যকোন মাকের্ট এ যাওয়ার সময়্ ও ছিল না। কারন সকাল নয়টায় চ্যানেল আই তে হিমু মেলা শুরু হয়ে যাবে। এই ভাবে একটি ব্যার্থ মিশন শেষে মনে কষ্ট নিয়ে আমি হিমু পাঞ্জাবী ছাড়াই রওনা দিলাম চ্যানেল আই অফিসের দিকে। তখন ই ঘটল আসল ঘটনা। আমি চ্যানেল আই অফিসের গেট দিয়ে ঢোকা মাত্র দেখতে পেলাম কিছু লোক বাংলাদেশের বিখ্যাত ব্র্যান্ড ইয়োলো সৌজন্যে স্পেশাল হিম পাঞ্জাবী নিয়ে ঘুরেছে।

আমি তাদের কাছে যাওয়া মাত্র আমাকে একটি দিয়ে বলল তারাতারি পরে নিন। এখনই অনুষ্ঠান শুরু হয়ে যাবে। আমি ত হতবাক। আমি দুই মিনিট চোখ বন্ধ করে দাড়িয়ে থাকলাম। এবং ভাবলাম "প্রিয় হুমায়ুন, তুমি নিশ্চই স্বর্গে বসে আমার কষ্ট দেখে আল্লাহর কাছে প্রার্থনা করেছিলে আমার মনের কষ্ট দুর করতে"।

বেচে থাক হুমায়ুন, তোমার অগনিত ভক্তের মাঝে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.