আমাদের কথা খুঁজে নিন

   

বিজ্ঞানী হওয়ার সহজ উপায়

মহাসাধক আসুন আমরা শিখি কিভাবে বিজ্ঞান নিয়ে গবেষণা করা যায়। সহজে বিজ্ঞানী হওয়া যায়। আমরা সবাই কম বেশি প্রতিটা বিষয় নিয়ে ভাবছি, গবেষণা করছি। ধরুন একটা হোটেলে ঊঠেছেন। গরম কাল।

পাখা ছাড়তে গিয়ে দেখেন সুইচ বোর্ডে পাঁচটা সুইচ। কি করবেন? গবেষণা। এক মাথা থেকে সব গুলো একে একে চেপে জানার চেষ্টা করবেন কোন সুইচ কিসের। ধরুন মাঝের সুইচ পাখার। আপনি এক পাশ থেকে শুরু করলে তিন নম্বরেই পাবেন পাখার সুইচ।

তাই গবেষণা করার জন্য স্বীকৃত গাণিতিক পদ্ধতি অনুসরন জরুরী। আসুন ভাবি কি নিয়ে গবেষণা করা যায়। হুম ধরে নিই আমরা মুরগীর খাবারে ভিটামিন বি মেশালে মুরগী দ্রুত বাড়ে কিনা সেটা জানতে চাই। যা দরকার হবেঃ মুরগী, মুরগীর খাবার, ভিটামিন বি অন্যান্য। পরীক্ষা করার জন্য আমরা যদি সব মুরগীকেই খাবারের সাথে ভিট বি দিয়ে দিই তাহলে বুঝতে পারবোনা সত্যিই ভিট বি কাজ করছে কিনা।

তাহলে আমাদের মূরগী গুলোকে দু ভাগ করতে হবে। এক গ্রুপ খাবে সাধারন খাবার, অন্য গ্রুপ খাবে ভিট বি মেশানো সম পরিমান খাবার। তবে তাদের বাকি সুযোগ সুবিধা একই রাখতে হবে। এক/দুই মাস পর দৈর্ঘ্য আর ওজন মাপতে হবে। ফলাফল খাতায় লিখে রাখলাম।

কি পেলাম ধরুন দুই গ্রুপেই ছিল দশটা করে মুরগী। প্রথম গ্রুপের দশটার গড় ওজন পেলেন ৬০০ গ্রাম আর ২য় গ্রুপের গড় ওজন ৬৫০ গ্রাম। আপনি খুশি হয়ে ঢাক ঢল পিটিয়ে জানালেন ফলাফল। আপনার আবিষ্কার ভিট বি খাওয়ালে মুরগী দ্রুত বাড়ে। কিন্তু সত্যিই কি আপনার ফলাফল তা বলছে? তাই জানতে হবে পরিসংখ্যান খালি চোখে দেখা যাচ্ছে ২য় গ্রুপের গড় ওজন ১ম গ্রুপের গড় অজনের চেয়ে ৫০ গ্রাম বেশী।

তাহলে তে আমার কথাই ঠিক? আপনার কথা কি ছিল? ভিট বি খাওয়ালে মূরগীর ওজন বেশী বাড়ে। (হাইপোথিসিস১ H1) ভালো। কিন্তু আপনিত এটাও বলতে পারতেন যে ভিট বি খাওইয়ালেও মুরগীর ওজন বেশি বাড়েনা। (হাইপোথিসিস২ H0) কিন্তু তাইলে ত আমার ফল আমারে সাপোর্ট করতনা। ঠিক।

আপনার কথা H1 হইলে আপনার ফল পক্ষে আর H0 হলে ফল আপনার কথার বিপক্ষে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।