আমাদের কথা খুঁজে নিন

   

জানার ইচ্ছে আছে তবে জানতে দেবার ইচ্ছে অপরের ।

আমি কি বাংলাদেশী না বাঙালী .................... অনেক জানলাম, বুঝলাম শিখলাম । তবে আরো জানার আগ্রহ বেড়ে গেল । সবকিছুরই একটা শেষ আছে তবে জীবনের শেষ হলে জানার ইচ্ছে সাঙ্গ হবে। আর সেখানে তো সব শেষ । ১১ বাদে বাকী ৯ তবে কি ? এসব কি সেই এক সুত্রেই গাথা এক কাব্য যা দুনিয়াকে করেছে এক সরল রেখার বৃত্ত। মানুষ যদি না হয় মানুষ তবে তো ভয় !! মরিতে হবে এ ভুবন ছেড়েও যেতে হবে ১২ বছরের পর কি আর সে ইচ্ছে হয় কারো ভৃত্য হয়ে দাসত্বের বেড়ী গলায় পড়তে !!! দাস তো ভগবানের দাস, যার জন্য জনম্ মৃত , তো পরাজয়ে কি ভয় !!!!!!! যে দেশ স্বাদীনের ৪০ পার হলেও স্বাধীন নয় তা আবার মনের জালা কেন সইবে !!! জলবি যদি পরকালেই জলবি । সত্য কে মানুষ ভয় পায় বেশী তাই সত্য শনতে ভালো লাগে না তাই সত্য বলতে পারা মানুষগুলো সবার ঘৃনার পাত্র। সঠিক পথেই যত বাধা যত ক্ষোভ যত কষ্ট !!!! কস্ট দেখতে নেমেছি তো পরশব্দে কি আসে যায় !!!!!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।