আমাদের কথা খুঁজে নিন

   

হুজুরদের কালো চশমা পড়ার রহস্য কি?

আপনারা আবার আমা্রে খুব বেশি দুষ্টু ভাইবেন না। আমি কিন্তু দুষ্টামি করে কিছু বলিনা। নিজের চোখে যা দেখি তাই বলি। প্রায় ৩/৪ বছর আগের কথা। আমি আবার তখন কলেজে পড়ি।

পড়াশুনা কিছুই করতাম না সারাদিন ক্রিকেট খেলা নিয়া পইরা থাকতাম। একদিন খেলতে গিয়া আমার চোখে প্রচণ্ড জোরে বল লাগে ( মারুতি বল)। বুজতেই পারতেছেন তখন আমার হুশ নাই। জ্ঞান ফিরা পাওয়ার পর আমি নিজেরে বাসায় আবিস্কার করলাম। আমার চোখ ফুইল্লা একাকার।

কয়েকদিন পর একটু সুস্থ হইয়া গেলাম চক্ষু হাসপাতালে। কারন আমি তখন চোখে রক্ত জমাট বেধে যাবার কারনে ঝাপসা দেখতাম। যাইহোক, হাসপাতালের ডাক্তার আমারে কিছু ট্যাবলেট দিলো, একটা ড্রপ দিলো। আর বলল কিছুদিনের জন্য একটা জিরো পাওয়ার এর চশমা পড়তে। আমি চশমা কিনতে একটি চসমার দুকানে প্রবেশ করলাম।

প্রবেশ কইরা দেখি কয়েকজন হুজুর, কালো চশমা হাতে নিয়া দেখতেছে। আমি সেই হুজুর দের মাঝে একজন কে অল্প চিনতাম। কৌতূহল বশত তারে বললাম আপনাদেরও কি কারো চোখে সমস্যা? তখন সেই হুজুর বলল হ্যা। আমি আর কিছুই বললাম না। আমিও দুকানদার এর সাথে চশমা নিয়া কথা বলতে লাগলাম।

একটু পরেই দেখি কি এক হুজুর চশমা টা পড়ে আর একজন কে বলতাছে, দেখত আমি যে চশমা টা পইরা তুমার দিকে তাকাইয়া আছি তুমি কি বুজতে পারছ? আমার চোখ কি দেখা যায়, বা আমি যে তুমার দিকেই তাকাইয়া আছি তা কি বুঝা যায়? তখন ওই হুজুর টি মুচকি হাইসা মাথা নাইরা চশমা পরা হুজুর কে জানান দেয় যে কিছুই বুঝা যায় না। তখন চশমা পরা হুজুর এক নির্মল সন্তুষ্টির হাসি দেয়। আমি হতবাক । কালো চশমা পইরা হুজুর এমন কার দিকে তাকাইব? আর তাকালেই বা যার দিকে তাকাইব সে বুঝতে পারলে হুজুরেরই বা সমস্যা কি? আমি মহা ধাধার মইধ্যে পইরা গেলাম। যাইহোক আমি চশমা নিয়া বাসায় ফিরা আইলাম।

তারপর একদিন আমার এক মাদ্রাসায় পরা বন্ধুর সাথে দেখা। ও আর আমি খুবি ফ্রী। ওকে দেখে আমার ওই দিনের হুজুরের কালো চসমা ঘটনা মনে পইরা গেলো। তাই বন্ধুরে সবকিছু বলে জিজ্ঞেস করলাম, হুজুরের এই কালো চশমা পড়ার মানে কি? তখন ও বলল, এইটা বুঝনা? রাস্তা ঘাঁটে হুজুররা যখন বাইর হয়, তখন সুন্দরী মেয়ে রা সামনে পড়লে খালি চোখে তাদের দিকে তাকাইতে হুজুররা সরম পায়। তাই এই বেবস্থা।

: তখন আমি হাসতে হাসতে বেকুব হয়ে গেলাম তখন আমি বললাম কালো চশমা দিয়া তো আর তখন সুন্দর মাইয়া রে সুন্দর লাগবো না, কালো মনে হইব। এই দেখায় মজা কি? তখন আমার হুজুর বন্ধু বলে তোর মত বেকুব এইডা বুজত না। এখন প্রায় যুবক বয়সী হুজুরদের কেই দেখি কালো চশমা পইরা ঘুরে আমিও তখন তাদের কে দেখে মনে মনে বেপুক মজা পাই আর আস পাস তাকাই দেখি কুনো মাইয়া মানুষ আছে কিনা এইটা সব হুজুরদের ক্ষেত্রে প্রযোজ্য না। তাই সবাই মাইন্ড খায়েন না। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.