আমাদের কথা খুঁজে নিন

   

মাটির ময়না ছবিটা বরাবরই ভাল লাগে , পাকিস্তানের প্রতি ঘৃণা বাড়াতে এবার দেখলাম , সবার জন্য দুটো গানের লিরিক

আমি ঘুরিয়া ঘুরিয়া সন্ধানো করিয়া স্বপ্নেরও পাখি ধরতে চাই আমি স্বপ্নেরও কথা বলতে চাই আমার অন্তরের কথা বলতে চাই... নারীঃ যদি বেহেশতে যাইতে চাওগো অন্তরে রাইখো আল্লার ডর। পুরুষঃ যদি আল্লার সন্ধান চাওগো প্রেম রাখিও অন্তরের ভিতর। নারীঃ আমি আপনার মেয়ের বয়সি, শরিয়তের হইয়া। মারিফতের বিষয় কিছু সওয়াল যাব গাইয়া। বেয়াদবি নিবেননা দেইখা আমার ভান।

হাদিস কুরয়ান মানেননা কেমন মুসলমান। মোল্লা মুন্সী খেপা কেন আপনাদের উপরগো?? অন্তরে রাইখো আল্লার ডর…… পুরুষঃ কুরআন হাদীস বুঝতে কিছু জ্ঞাণের প্রয়োজন। দুই পাতা ছিপারা পইড়া বুঝবে কী মদন। নিজেরাই বোঝেনা অন্যরে বোঝায়। সব লোকেরে ভুল বুঝাইয়া কাঠ মোল্লারা খায়।

বেহেশতের লোভ করিনা হায় নাই দোজোগের ডরগো প্রেম রাখিও অন্তরের ভিতর…… নারীঃ ফকিরেরা জিকির করে নামাজ ফাকি দিয়া। রোজার দিনে গাঁজা টানে ধ্যানেরই নাম নিয়া। হজ্জ যাকাত করেননা না হয় নিলাম মানি। কি প্রব্লেম করছে আপনার বলেন কুরবানি??? রক্ত দেখলে কাপঁবে কেন মুসলিমের অন্তরগো অন্তরে রাইখো আল্লার ডর…… পুরুষঃ কুরবানি করিতে হুকুম প্রাণপ্রিয় ধণ। গরু ছাগল হইলো কি তোর এতই প্রিয়জন।

নিজের থেকে প্রিয় বস্তু আর যে কিছুই নাই। আত্নত্যাগই আসল কুরবান যেনে নিও ভাই। দশের প্রিয় ছয়টি রিপু পারলে দমন করগো প্রেম রাখিও অন্তরের ভিতর…… নারীঃ ছেড়ি নিয়া বেড়ান ঘুরি নিকাহ না করিয়া। এক সাথে নাচেন গান বেপর্দা হইয়া। পুরুষ পোলার জন্য বাহির নারীর জন্য ঘরগো অন্তরে রাইখো আল্লার ডর…… পুরুষঃ মাইয়া হইলো আদি বস্তু সৃষ্টি যারে দিয়া।

ভেদাভেদ করে যারা তারাই করে বিয়া। মাইয়া হয় প্রেমের ভান্ড মাইয়া হয় মা। মাইয়া না হইলে ভবে আমরা আসতামনা। কোরাসঃ সৃষ্টি করতে দুটোই লাগে নারী এবং নরগো প্রেম রাখিও অন্তরের ভিতর…… যদি আল্লার সন্ধান চাওগো প্রেম রাখিও অন্তরের ভিতর…… - - - - পাখিটা বন্দী আছে দেহের খাঁচায় পাখিটা ………………………………………………… ও তার ভবের বেড়ী পায়ে জড়ানো, উড়তে গেলে পড়িয়া যায় পাখিটা বন্দী আছে দেহের খাঁচায়, পাখিটা ………………………………………………… দেখলে পরে জুড়াই আঁখি নানা রঙের নানান পাখি, আকাশেতে উইড়া বেড়ায়, ও তার ভবের বেড়ী পায়ে জড়ানো, উড়তে গেলে পড়িয়া যায় পাখিটা বন্দী আছে দেহের খাঁচায়, পাখিটা …………………………………………………। কাঁচা বাঁশের ঘরটা ফেইল্যা ময়না পাখি পাখা মেইল্যা, তাদের সাথে মিশিতে চায়! ও তার ভবের বেড়ী পায়ে জড়ানো, উড়তে গেলে পড়িয়া যায় পাখিটা বন্দী আছে দেহের খাঁচায়, পাখিটা …………………………………………………।

মাটির তৈরি ময়না বলে, 'তাইলে কেনে মনটা দিলে, না দিলে জোড় যদি ডানায়', ও তার ভবের বেড়ী পায়ে জড়ানো, উড়তে গেলে পড়িয়া যায় পাখিটা বন্দী আছে দেহের খাঁচায় পাখিটা …………………………………………………। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৮ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.