আমাদের কথা খুঁজে নিন

   

আমরা একটা নতুন সুন্দর আগামীর বিশ্ব চাই

------ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে গত কয়েকদিন ধরে উত্তেজনা চলছিল তা আমাদেরকেও কম আন্দোলিত করেনি। আমরা সামজিক যোগাযোগের নেটওয়ার্ক ফেসবুক, টুইটারে সর্বশেষ আপডেট পাচ্ছিলাম। ব্লগ গুলোতেই প্রচুর লেখালেখি হচ্ছিল, কে হবে বিজয়ী, আর এতে করে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রনীতিই বা কতটুকু বদলাবে। যাই হোক অনেক জল্পনা কল্পনার পর বারাক ওবামাই দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। আমাদের একটা সংশয় থেকে যায়, বারাক ওবামার আগের প্রেসিডেন্ট সারাবিশ্বে যে যুদ্বের ধামামা বাজিয়ে গিয়েছিল তার রেশ এখনো কাটেনি।

সারা বিশ্ববাসীর প্রত্যাশা এখন তাদের দিকে। নতুন প্রেসিডেন্ট যেন আর সন্ত্রাস-জঙ্গিবাদ দমনের নামে যুদ্ব যুদ্ব না খেলে। যুক্তরাষ্ট্রের ইতিবাচক ভূমিকার উপর নির্ভর করছে বিশ্বশান্তি। যুদ্বের মাধ্যমে বিগত দিল গুলোতে যে পরিমাণ নারী, শিশু ও বৃদ্ধ মারা গেছে তার পরিসংখান মেলে মানবাধিকার সংগঠন গুলোর ওয়েবসাইটে। যুদ্ব শুরু হয়...অবরোধের মাত্রা বাড়ে...জ্বালানি তেলের দাম বাড়ে...অর্থনৈতিক মন্দা বাড়ে...বাড়ে বেকারত্ব।

আমরা এই অশুভ চক্র আর দেখতে চাইনা। আন্তর্জাতিক জঙ্গিবাদ দমনে নতুন কৌশল নির্ধারন করা উচিত। নিরীহ মানুষ কেন মারা পড়বে গুটিকয়েক কীটের জন্য। প্রেসিডেন্ট ওবামাকে অভিনন্দন। আমরা একটা নতুন সুন্দর আগামীর বিশ্ব চাই।

হাসান ইকবাল ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.