আমাদের কথা খুঁজে নিন

   

আমার একটা ছবি একটা ফটোগ্রাফি এক্সিবিশনে সিলেক্টেড হয়েছে। সবাই মিষ্টি খান

অতৃপ্ত আত্মার অনুচ্চ ক্রন্দনধ্বনি সেই কবেই মিলিয়ে গেছে স্তব্ধ বালুকাবেলায়। তারপরও স্মৃতির ঠাস বুননে একে একে গেঁথে নিয়েছি হৃদয়ের আবেগতাড়িত কখনওবা অবদমিত অসহায় ইচ্ছেগুলোকে। আর তাই,আজ আমি এখানে। কিছুদিন আগে একটি এক্সিবিশনের জন্য ফটো সাবমিট করতে বলা হয়েছিল। সবাই করছে দেখে সাহস করে আমিও দুইটা ফটুক ঢুকায়া দিলাম মেইল মাইরা।

কাল দেখি মেইল আসছে যে আমার একটা ফটুক সিলেক্ট করা হইয়াছে। অথবা এই দুইটার একটা সিলেক্ট হয়েছে। কোনটা, তা এখনও জানানো হয়নি। ভাগ্যের কি ফিচিক ফিচিক হাসি, আমার নাম তাও সব্বার উপ্রে। হেহেহে।

যা ভাবতাছেন টা নয়। অত নামি দামী ফটোগ্রাফারদের ভিড়ে নিজের নামটা খুঁজে পেয়েই আমি খুশি। কাহিনী হইল নামগুলা বর্ণানুক্রমিক ভাবে সাজানো। আর এর জন্যই আমি টপে চইলা আইছি ‘সৃষ্টি-সুখের উল্লাস’ শীর্ষক এই ফটোগ্রাফিক উৎসবের আয়োজন করেছে বাংলাদেশের প্রথম ফাইন-আর্ট ফটোগ্রাফিবিষয়ক প্রতিষ্ঠান ফটোফি। 25/12/2012 - 27/12/2012 ( 3pm - 8pm ) ধানমণ্ডির দৃক গ্যালারিতে প্রদর্শনীটি অনুষ্ঠিত হবে।

ফটোগ্রাফি নিয়ে ব্লগে আসার আগে কোনও আগ্রহ ছিল না। কিন্তু ব্লগে কয়েকজন ফটোগ্রাফারের তোলা ছবি দেখে আর ক্যামেরা বায়িং গাইড দেখে কখন যেন ফটোগ্রাফির প্রেমে পড়ে যাই। সেই নেশা আর কাটেনি। তারপর থেকেই এই নেশায় বুঁদ হয়ে থাকা। ডি এস এল আর কেনার আগে ব্লগের সবাইকে অনেক জালাইতাম।

কোনটা কিনব, কোনটা ভালো হবে এসব নিয়ে। এটা নিয়ে অনেকের অনেক কথা শুনতে হয়েছে অবশ্য। এমনকি আমাকে নিয়ে লেখা একজনের কটাক্ষময় পোস্টও হজম করতে হয়েছে। কিন্তু এসবে কান না দিয়ে আমার যেভাবে ভালো লাগে, সেভাবেই কাজ করেছি। আশা করি একটু হলেও তার ফল পেয়েছি।

তবে আমার প্রথম ফটোব্লগ ছিল ডিজিটাল ক্যামেরায় তোলা। সামুতে সবার ভূয়সী প্রশংসায় আর অনুপ্রেরণাতেই মূলত এই পথে আসা। আশা করি, প্রদর্শনীতে সবাই আসবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। তরুণ ফটোগ্রাফারদের নিরাশ না করে উৎসাহ দিন।

ক্যামেরা কিনলেই ফটোগ্রাফার হওয়া যায় না, এটা যেমন সত্যি, ঠিক তেমনি, ক্যামেরা ছাড়াও ফটোগ্রাফার হওয়া যায় না। আর মায়ের গর্ভে থাকাকালীন সময় থেকেও কেউ ফটোগ্রাফি শিখে আসে না। যাহোক, বহুত বড় বড় ডায়লগ দিয়ে ফেললাম। ধন্যবাদ আবারও আমাকে ক্রমাগত অনুপ্রেরনা দিয়ে যাবার জন্য। মিষ্টিঃ ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.