আমাদের কথা খুঁজে নিন

   

হুমায়ুন আহমেদের ঘেটুপুত্র নিয়ে আজাইরা হাস্যকর মাতামাতি

রাতে ডাউনলোড দিয়ে ঘুমিয়েছিলাম। ভোরবেলা উঠে চেক করে দেখি ০.৯৯ জিবি কম্প্লিট হয়ে গেছে। তর সয় নাই। দেখা শুরু করলাম। দেখা শেষ - খোদা হাফেজ - সোনার বাংলাদেশ।

ওহ হা .. সোনার বাংলাদেশ নামের ব্লগটায় এই জিনিস নিয়ে গরুর মত চ্যাচামেচি দেখেছি অনেকদিন। ইক্লিপ্স নামের এক ব্লগার যার ডাকনাম নাকি টুম্পা, সলিমুল্লায় পড়ে, তার চ্যচামেচি সম্বলিত লেখা ওই ব্লগে স্টিকিও ছিলো। ওই মেয়ের ভাষ্য , ঘেটুপুত্র কমলা দেখে সব যুবক যুবতিরা পাটক্ষেত অভিমুখি হবে, অনেক পরিমলের জন্ম হবে, আর অনেক অনেক সমকাম হবে, তাতে তার সমস্যা হয়ে যাবে, সে মেয়ে মানুষ। খোদা! দড়ি ফালাও! হুমায়ুন আহমেদের বানানো বলেই সিনেমাখানা মোটামুটি দেখা গেলো। যাষ্ট একটা বিশেষ আকর্ষনীয় হাওড় বিলাসীয় অঞ্চল দেখানোর জন্য আর আনকমন একটা বিষয় কেন্দ্র করে বানানোয়।

বিশ্রী হেড়ে গলার ফজলু মিয়ার গান জঘন্য লাগছে। হয়তো বাস্তবতার ছোঁয়া দেবার জন্য হুমায়ুন আহমেদ ফজলু বাবুরে দিয়া গান গাওয়াইছে। এই সিনেমা আমি দুইবার দেখতে পারবো বলে মনে হয়না। যেমন শ্যামল ছায়া দেখেছিলাম অন্তত ৫-৬ বার। আহারে, সিনেমা একখান ছিলো শ্যামল ছায়া! হাওড় পানিতে টইটম্বুর থাকলে জমিদার ব্যাটার কাজকাম কেন থাকবেনা, সেইটা বুঝলাম না।

ফাজিল তুই নৌকা বাইচের ব্যবস্থা কর, মাছ ধরার উৎসব কর, পুল সাঁকো দুইচারটা বানানো যায় কিনা দেখ - মুনমুনের মত বউ থাকতে তোর ফুর্তি করার জন্য ফজলু বাবুর হেড়ে গলার গান শুনা আর ঘাটুপুত্র নিয়ে ঘরে যাওয়া লাগবে কেন বুঝিনা ! গানের দলের ডান্স মাষ্টারের দুই চারটা ডায়লগে একটু মজা আছে। হুমায়ুন আহমেদীয় স্টাইল। ফটফটানি কথা আর হিন্দু মুসলমান ব্যপার স্যাপার, বাপরে খালু ডাকবে কিনা, খাবারে সমস্যা, গরুর গোশত আর মুরগীর গোশত.. ঘেটুপুত্র জহিররে মারার জন্য বাড়ির চাকরানীরে মোহর আর বালা ঘুষ দিয়ে ঠিক করলো জমিদারের বউ। ছাদ থেকে ধাক্কা দিয়ে তারে ফালায়া মারা হইলো। ধুরর.. কি লিখবো.. সিম্পল একটা সিনেমা।

সিনেমা বলা হইতেছে বলেই সিনেমা। হুমায়ুন আহমেদ বানিয়েছে বলে একটু স্পেশাল। কিছু গরু বলে এটা অষ্কার টস্কার সব পেয়ে যাবে, কিছু গরু বলে এটা সমাজ উচ্ছন্নে নিয়ে যাবে। দুই পালের গরুরাই নিতান্তই গরু। স্যরি.. ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.