আমাদের কথা খুঁজে নিন

   

আসছে বাংলা সায়েন্স ফিকশন-এ্যাকশানধর্মী সিনেমা "পারলে ঠেকা" !!!!!

তাশফী মাহমুদ ৩০১৩ সালের এক ক্ষিপ্র নারী চোরের সঙ্গে ২০১২সালের এক প্রতিভাবান বিজ্ঞানীর প্রেমকাহিনী নিয়ে ছবি। ’ ২০১২, সেপ্টেম্বরের মধ্যভাগে উত্তরায় একটি গানের চিত্রায়ণের মধ্য দিয়ে শুরু হয়েছে নতুন এই ছবির কাজ। ডিসেম্বর নাগাদ পুরোদমে চিত্রায়ণ শুরু হবে। আপাতত প্রতিভাবান বিজ্ঞানী চরিত্রের জন্য উপযোগী কাউকে খোঁজা চলছে। ছবিতে কেবল ব্যতিক্রমী চরিত্রে অভিনয়ই নয়, প্লে-ব্যাকও করেছেন জয়া! জাওয়াদ পারভেজের সুর ও সংগীত পরিচালনায় পারলে ঠেকা ছবিতে গান থাকছে ছয়টি।

তার মধ্যে চারটিতেই কণ্ঠ দেবেন জয়া। ইতিমধ্যে দুটো গান গেয়েও ফেলেছেন। এই ছবির চিত্রায়ণেও থাকবে ভিন্নতার ছোঁয়া। এ্যাকশান আমেজ যথাযথভাবে ফুটিয়ে তোলার জন্য এই ছবিতে হংকংয়ের এ্যাকশান স্টান্টসহ আধুনিক প্রযুক্তি ব্যবহারের আয়োজন করছেন পরিচালক। ২০১৩ এর মাঝামাঝি নাগাদ শেষ হবে "পারলে ঠেকা"ছবির বিশাল নির্মাণযজ্ঞ।

এ প্রসঙ্গে জয়া আহসান বলেন, "পারলে ঠেকা" আমার সপ্তম সিনেমা। আমি প্রতিনিয়ত নিজেকে অতিক্রম করতে চাই। সিনেমায় আমি চোরের ভূমিকায় অভিনয় করছি। বিস্তারিত এখনি বলছি না তাহলে সিনেমার মজাটা নষ্ট হয়ে যাবে। এটুকু বলতে পারি এ সিনেমায় পরিচালক সম্পূর্ণ ভিন্নভাবে আমাকে উপস্থাপন করছেন।

 ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.