আমাদের কথা খুঁজে নিন

   

ইতিহাসের রোম যখন পুড়ে নিরু তখন বাশি বাঁজায়, আজ সত্যিকারের ডিজিটাল নিরুকে দেখলাম

যেভাবে সংসদে মিথ্যা কথা বলে ২৫০ লাশের সাথে প্রতারনা করলেন---রানা যুবলীগের কেউ না, গতকাল যেভাবে নির্লজ্জ- বেহায়ার মত বললেন আগে থেকেই সবাইকে সরায়ে নিয়েছেন, যারা আহত হয়েছে তারা চুরি-ডাকাতি করতে গেছিল, এখন মন চায় এসব রাজনীতিবিদদের কানের লতির নীচে কসায়া দুইটা বয়রা দিয়া পাছায় লাত্থি মাইরা ইন্ডিয়া চালান কইরা দিতে পারতাম যদি তাইলে অন্তত সারাজীবনের পঙ্গুত্ববরণ কারী ২ হাজার মানুষের আত্না শান্তি পাইত, চুরি ডাকাতি করতে ২০/৩০/১০০ জন যায় কিন্তু ২/৩ হাজার লোক চুরি করতে গেছিল???? যদি সবাইরে আগেই সরায়া নিছিল তাহলে এই উদ্ধার করা ২ হাজার শ্রমিক আসল কোত্থেকে????? খানকির পোলারা রাজনীতি করবি ভালা কথা তাই বলে গরীব-দুঃখী মানুষের মৃত্যু-দূর্ঘটনা নিয়ে প্রহসন করিস কেন???? তোদের পুটকি দিয়া মিগ ২৯ ঢুকাইতে পারতাম তাইলে বুঝতিস এই সব গরীব মানুষগুলার মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করা বৈদেশিক রাজস্বে এসি রুমে থেকে ট্যাক্স ফ্রি দামী পাজেরো-প্রাডো আমদানী করার মজা, এক রাজিবের খুনের সাথে সাথে তার বাসায় ছুটে যেয়ে শহীদ উপাদি, আর ২৫০ মানুষের মৃত্যুতে আপ্নেরা দিলেন ডিগবাজি, আমরা পায়ে হেটে যেয়ে আপনাদের ভোট দেই, ভোট দিতে যেতে আমাদের লাগেনা দামী পাজেরো-প্রাডো, আপনাদের পায়ে না হয় কুষ্ঠ হয়ে পচন ধরেছে; হাটতে পারবেননা, কিন্তু এসএসএফ-প্রটৌকল-দামী গাড়ী তো আছে, একটিবারও যেতে পারলেননা ???? রাজিব মানুষ ছিল আর গার্মেন্টসের গরিব শ্রমিকগুলা গরু-ছাগল???? ডেমু ট্রেন চালু করে যখন হাসলেন তখন আমার বুক চিরে শুধু চাপা আর্তনাদ, প্রেসিডেন্টের শপথ শেষে যখন হাসলেন তখনো সেই চাপা আর্তনাদ আর একরাশ ঘৃণা, ডেমু ট্রেনে খুশি হতে পারিনি- আপনি ডেমু ট্রেনে প্রমোদে মত্ত আর ওদিকে সাভারে চলছে শোকের মাতম আর লাশের ট্রেন, সন্ধ্যায় জমকালো-আলোকউজ্জ্বল শপথ অনুষ্ঠানের আয়োজন আর সাভারে ঘোর অন্ধকারের মৃত্যুপুরী, ইতিহাসের রোম যখন পুড়ে নিরু তখন বাশি বাঁজায়, আজ সত্যিকারের ডিজিটাল নিরুকে দেখলাম, মানুষ কি করে এমন অমানবিক আর নিষ্ঠুর হয়??? একটাই ফরিয়াদ আল্লাগো - নিউটনের তৃতীয় সূত্রের বাস্তব প্রতিফলন না দেখায়া আমারে তুইলা নিওনা

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২৩ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।