আমাদের কথা খুঁজে নিন

   

মাননীয় জং, রানাকে যেখানে ঢুকিয়েছেন, সেখান থেকে বের করুন

নিজেকে জানার চেষ্টা চলছে । কখনো জানতে পারলে বলবো । রানা প্লাজার পর এবার ফাটল ধরল আরেক ভবন 'রানা টাওয়ারে'। জরুরী ভিত্তিতে ওই ভবনের সকল বেসরকারি অফিস ও অন্যান্য কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে। চিন্তার বিষয় হল ফাটল ধরা 'রানা টাওয়ার' এর মালিকও হল গতকালের সেই ক্রিমিনাল সোহেল রানা।

মাননীয় ক্রিমিনাল সাহেব আন্ডারগ্রাউন্ডে। মমতাময় এমপি মাননীয় তৌহিদ জং সাহেব তাকে পরম স্নেহে কোলে করে আন্ডারগ্রাউন্ডে রেখে এসেছেন। এখন এমপি সাহেব হাসি হাসি মুখ করে বসে আছেন আর ভাবছেন, 'আহাহাহা সবাই আমার কথা দেখি ভুলেই গেছে মাইরি, খুব বেঁচে গেলুম এ যাত্রায়। ' মাননীয় জং, সবাই ভুললেও আমরা ভুলিনি। আপনি রানাকে ঢুকিয়েছেন, আপনিই রানাকে বের করেন।

তা নাহলে দেশের মানুষ আপনাকেও ১-২ হাত দেখে নিতে প্রস্তুত। আপনি আমার বেয়াই লাগেন না, যে আপনারও সাত খুন মাফ। সোহেল রানার বাচ্চারে বাইর করেন, যেইখান থেইকা পারেন...আজকের মধ্যে। আমি বেশ কিছু মানুষের মতামত দেখলাম। অনেকেই বলেছেন অপরাধীদের শাস্তির বিষয়ে।

অনেক তরীকাও বলে দিয়েছেন, শাস্তি কিভাবে হতে পারে। আমার পছন্দ হয়েছে একজন প্রায় বৃদ্ধ মানুষের কথা। উনি বলেছেন এদেরকে প্রকাশ্যে ফাঁসী দিয়ে ৩-৪ দিন কোন চৌরাস্তার মাথায় ঝুলিয়ে রাখতে। আমি এই ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। কারণ এখন প্রখর রোদের সময়।

ওদেরকে চৌরাস্তায় ঝুলিয়ে রাখার জন্য উত্তম সিজন। রোগ-জীবাণু এবং দুর্গন্ধও অনেক কম ছড়াবে এই সময়ে। অতএব, অতি সত্বর ব্যাবস্থা নিন। শিল্পপতিদের দ্বারা রাজনীতিবিদদের যে কোন স্বার্থই থাকুক না কেন, ওই ভবনের গার্মেন্টসগুলোর মালিকপক্ষকে অপরাধী হিসেবে সাব্যস্ত করতেই হবে। কোন অপরাধীকে বাঁচানোর চেষ্টা আমরা জনগণ সাব্যস্ত করলাম দেশদ্রোহিতার সামিল হিসেবে।

মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছি, অপরাধী ধরার চেষ্টা করুন। ভবনের গেট ধরে টানাটানি করলে ভবন ধ্বসে যায় কিনা, এটা নিরীক্ষা করার মত বহু এক্সপার্ট আমাদের দেশে আছে। আপনার যা দায়িত্ব, আপনি সেটা পালন করুন। একটা সিঙ্গেল অপরাধীও যেন পার না পায়। আমরা খুব বেশীদিন ধৈর্য ধরে থাকব না।

সবশেষে বলি, উপরে যে কথাগুলো বললাম তা বাস্তব। চূড়ান্ত বাস্তবতা আমাদেরকে আজ এভাবে কথা বলতে শিখিয়েছে। কিন্তু আরও একটি বাস্তবতা আমাদের সামনে এখন, ধ্বসে পড়া ভবনের মাঝে এখনো আটকে আছে অনেক মানুষ। তারা বাঁচতে চাইছে। তাঁদের জন্য একটু প্রার্থনা করুন।

আরেকটা কথা, আরও অনেক রক্ত হয়তো লাগবে। তার জন্য বিভিন্ন ব্লগের বিভিন্ন পোস্ট এবং ফেসবুকের বিভিন্ন পেইজ এ কয়েকটি জরুরী ফোন নাম্বার ও ঠিকানা দেয়া আছে। খাবার, টর্চ, দড়ি ও বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী দিয়ে সাহায্য করুন। যে যেভাবে পারেন, সুবিধামত আর্ত মানবতার পাশে দাঁড়ান। আমাদের অনেক কিছু করতে হবে, আর কিছু করতে না পারলেও অন্তত ধিক্কার জানাই উচ্চকণ্ঠে, চলুন, সামনে আমাদের অনেক পথ বাকি... ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.