আমাদের কথা খুঁজে নিন

   

সমাজের জন্নে সামাজিকতা

সত্যান্বেষী গরিবের এক দেশ বাংলাদেশ সারা বিশ্ব এটাই জানে, সেটা আপনি মানুন বা না মানুন। দেশে সামাজিকতা এখন এক লোক দেখানো ব্যাপার। আমরা ছোট ছোট বিষয়গুলো নিয়ে খুব তোলপাড় করি আমাদের চারপাশ। সামাজিকতার নামে দাতাগোষ্ঠী সব সময় এ আমাদের মাথার উপরে ধরে রাখে তাদের বোঝা। আমাদের বর্তমান ঋণের পরিমাণ এতো বেশি যে আমরা চাইলেই এর হাত থেকে মুক্তি পাচ্ছিনা।

আমলাতান্ত্রিক জটিলতার কথা বাদ ই দিলাম। দেশের আভ্যন্তরীণ পরিস্থিতিই অনেক ক্ষেত্রে আমাদের এগিয়ে যাওয়ার অন্তরায়। আমাদের এই সমাজের উন্নতির জন্নে এখন একমাত্র ভুমিকা রাখতে পারে নতুন ব্যবসায় । ব্যাংক ঋণ এর জামানত, সরকারি কাগজ পত্র সর্বোপরি সব ক্ষেত্রেই একজন নতুন উদ্যোক্তাকে অপরিসীম ঝামেলা পোহাতে হয়। সর্বশেষ ঝামেলা স্থানীয় চাঁদাবাজদের দৌড়াত্ত।

চাইলেই এখানে , এইদেশে কিছু করা সম্ভব হচ্ছেনা। লিপু ভাই তার এক জলন্ত উদাহরণ। একবুক সপ্ন নিয়েও যার পক্ষে একটা গাড়ি তৈরির প্রতিষ্ঠান করা সম্ভব হয়নি। সমাজটাকে কিছুটা বদলে দিতে হবে আমাদেরই, সব কথার শেষে এটাই আমাদের একমাত্র আশা। কিন্তু, এর ভরসা কোথায়।

নতুন প্রজন্ম এগিয়ে যাবে এটাই সবার কথা । বাস্তবটা বুঝা যায় আমাদের কাজের সময়। তবুও আমারা সপ্ন দেখি আমাদের সপ্নের একটা দেশ হবে। "সপ্ন সেটাই যেটা তোমাকে ঘুমাতে দেয়না" -হ্যাঁ, মনীষীদের সাথে আমরাও দেখতে চাই সে সপ্ন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.