আমাদের কথা খুঁজে নিন

   

বিড়ি সিগারেটের দাম কম-বেশি, সিগারেট লাইটার এবং কমল দাসের উর্বর মস্তিস্কের অনুর্বর ভাবনা

নিজেকে অসাধারন ভেবে প্রতিটা দিন শুরু করে দিন শেষে ফিরে পাই, আমি একজন খুব সাধারন। অতি সাধারন একজন। ছোটবেলায় মনে পড়ে না কিছু হতে চেয়েছিলাম কিনা। এখনো ঠিক এমনই আছি। পুরাতন যে কোন কিছু খুব ভালবাসি।

নতুনকেও সর্বদা স্বাগতম জানাতে কোন ক্লান্তি নেই। খুব সাধারন এক এবারের বাজেটে বিড়ি সিগারেটের দাম বেশি হবে জানা যাচ্ছে। শোনা যাচ্ছে বিড়ির দাম বাড়বে ও সিগারেটের দাম কমবে। সরকার বরাবর গরীব মারতে পারদর্শী। কিভাবে? বিড়ি খায় গরীব জনগণ।

যথা কৃষক, কুলি, রিক্সাওয়ালা, দরিদ্র গ্রামের লোক। সিগারেট খায় তথাকথিত বড় লোকেরা, পয়সাওয়ালারা। বড়লোকদের কাড়ি কাড়ি টাকা সিগারেট কিনতে সমস্যা নাই। অথচ সিগারেটের দাম কমল। গরীবদের আয় রোজগার কম।

দিনে আনে দিনে খায়। নেশা মাথা চাড়া দিয়ে উঠলে বিড়ি কিনে খায়। এখন বলেন বিড়ির দাম বাড়লে তারা বিড়ি কিনবে কিভাবে? তাদের কি শখ আহ্লাদ নাই? নাকি সরকার ভাবলেন তোদের মত গরীর দুঃখীর বিড়ি খেয়ে ক্যান্সার হয়ে মরে লাভ নাই। তারচেয়ে বরং তোরা যাতে না কিনতে পারিস সেই ব্যবস্থাই করছি। আর একটা কথা বিড়ির দাম বাড়িয়ে সিগারেট লাইটারের দাম কমিয়ে লাভ কি? ও বুঝেছি বড়লোকের জন্য সিগারেটের দামের সাথে সিগারেট লাইটারের দামও কমানো হয়েছে।

তেলের মাথায় ঢালো তেল নেড়ে মাথায় ভাঙ্গো বেল। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।