আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশী ছাত্র ছাত্রীদের জন্য আয়ারল্যান্ডে উচ্চ শিক্ষা

সবার আগে দেশপ্রেম শিক্ষা গ্রহনের জন্য আয়ারল্যান্ড দিন দিন আমাদের দেশের শিক্ষার্থীর কাছে জনপ্রিয় হয়ে উঠছে। আইরিশ বিশ্ববিদ্যালয় গুলোতে বর্তমানে ব্যাপক সংখ্যক বাংলাদেশী শিক্ষার্থী পড়াশুনা করছে। আয়ারল্যান্ডে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিম্নলিখিত ডিগ্রীগুলো প্রদান করে থাকে: * ব্যাচেলর * মাষ্টার্স * উচ্চতর ডিপ্লোমা * পিএইচডি সেমিষ্টার * ফল (Fall) সেমিষ্টার * স্প্রিং (Spring) সেমিষ্টার কিভাবে আবেদন করবেন: * আপনি সরাসরি কাঙ্খিত বিশ্ববিদ্যালয়ের এডমিশন অফিসে যোগাযোগ করে ভর্তি ফরম অন্যান্য বিষয়ে তথ্য সংগ্রহ করতে পারেন। * বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকেও আবেদন ফর্মটি ডাউনলোড করে নিতে পারেন। * কিছু কিছু বিশ্ববিদ্যালয় অনলাইনে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করে থাকে।

* বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপনাকে ভর্তি সংক্রান্ত সব তথ্য সরবরাহ করবে। * আপনাকে অন্তত: ১ বৎসর সময় হাতে রেখে ভর্তির প্রস্তুতি শুরু করতে হবে। * আবেদনপত্র জমা দেয়ার শেষ তারিখ থেকে ৬-৮ মাসের মধ্যে কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্ত জানিয়ে দিবেন। বিষয়সমূহ: আয়ারল্যান্ড নিম্নের বিষয়গুলো থেকে আপনি আপনার পছন্দের বিষয় বেছে নিতে পারেন। * একাউনট্যান্সি * এবরোজিনাল এন্ড ইনডিজিনাস স্টাডি * অলটারনেটিভ মেডিসিন * এনথ্রপলজি * অ্যাপ্লায়েড ম্যাথমেটিকস * একুয়াকালচার * কেমিষ্ট্রি * এনভায়রোনমেন্টাল স্টাডিজ * বিজনেস এন্ড ম্যানেজমেন্ট ইত্যাদি প্রয়োজনীয় কাগজপত্র: * পূরনকৃত আবেদন ফরম * সকল পরীক্ষা পাসের সদনপত্র ও মার্কশীটের ফটোকপি * স্কুল/কলেজের ছাড়পত্র * আবেদন ফরমের মূল্য পরিশোধের রসিদ * ইংরেজী ভাষায় দক্ষতার প্রমানপত্র * স্পন্সর কর্তৃক আর্থিক স্বচ্ছলতার গ্যারান্টিপত্র * পাসপোর্টের ফটোকপি শিক্ষা ব্যয়: * আয়ারল্যান্ডে ব্যাচেলর ডিগ্রী সম্পন্ন করার আনুমানিক ব্যয়- ১০৫০০ ইউরো থেকে ১৫১৫০ ইউরো।

* মাষ্টার্স ডিগ্রী সম্পন্ন করার আনুমানিক ব্যয় ৭৪০০ ইউরো- ১৫৭২০ ইউরো জীবনযাত্রার ব্যয় (প্রতি মাসে) * বাসস্থান- ৪০০-৬০০ (ইউরো) * খাদ্য- ২০০-৩০০ (ইউরো) * বইপত্র ও শিক্ষা উপকরণ- ৫৫ (ইউরো) * বিনোদন- ২০০ ইউরো * লন্ড্রি সার্ভিস- ৬৫ ইউরো * অন্যান্য ১০০ ইউরো কাজের সুযোগ: নন ইউরোপীয় ইউনিয়ন দেশগুলোর ছাত্রছাত্রীদের জন্য আয়ারল্যান্ডে কাজের সুযোগ রয়েছে। ছাত্রছাত্রীরা শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকাকালীন সময়ে সপ্তাহে ২০ ঘন্টা এবং বন্ধের সময় সপ্তাহে ৪০ ঘন্টা কাজ করতে পারে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.