আমাদের কথা খুঁজে নিন

   

একজন মন্ত্রীর গল্প

নীল সাগরের ঢেউ তিনি অতি সাধারণ মানুষ। কিন্তু অসাধারণ আদর্শ লালন করেন অন্তরে। এই আদর্শের আলোয় আলোকিত তিনি । দেশ জনগণের জন্য তার প্রেম আদি আসল ও অকৃত্রিম। জনগণের বিপুল ভোটে তিনি সংসদ সদস্য নির্বাচিত হলেন।

জোটের জোরে মন্ত্রী হলেন। আদর্শের আলোকছটায় দেশে বিদেশে প্রশংসিত হলো তার সততা। রাষ্ট্রের পক্ষ থেকে তাকে একটি প্লট দেয়ার সিদ্ধান্ত হলো। তিনি না বললেন। কারণ তিনি প্লটের জন্য নয় , দেশ ও জনগণের মুক্তির জন্য রাজনীতি করেন।

তার নাতে কাজ হলো না। তার বিবিসাহেবা প্লট ছাড়তে রাজি না। তিনি খোদার দেয়া নিয়ামত পায়ে ঠেলতে রাজি নন। অবশেষে বিবিসাহেবারই জয় হলো, মন্ত্রী সাহেব সংসারে শান্তির জন্য প্লট বরাদ্দ নিলেন। প্লটে বাড়ি করে দিতে এগিয়ে এলো ভক্তবৃন্দ।

একটি ডেভেলপার কোম্পানির মালিক তার ভক্তকুল। তাদের আন্তরিক সহযোগিতায় প্রাসাদ নির্মাণ হলো। হায়! কপাল তাদের শাসনকাল শেষ হলো। তাদের জোটের অনেকেই দুর্নীতির মামলায় জেলে গেলেন, দেশ ছাড়লেন। তার বিরুদ্ধে কোন দুর্নীতির মামলা নেই।

কিন্তু সরকার চায় তাকে আটকাতে, ফাসি দিতে। কারণ তিনি বাইরে থাকলে তার দল যাদের সাথে জোট বাধে তারা সরকারের প্রতিপক্ষ। প্রতিপক্ষকে দুর্বল করতে তাকে ফাসিতে ঝুলাতেই হবে। সরকারের হাত অতি লম্বা। তার বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মামলা হলো, তিনি গ্রেফতার হলেন।

তার বিবিসাহেবার স্বপ্নের প্রাসাদে তার স্থান হলো না। তার এখন দিন কাটছে কারাগারের চার দেয়ালের অন্ধকারে। হায় রে কপাল। আজ মন্ত্রী কালই বন্দী। সত্যি নদীর এ পার ভাঙে ওপার গড়ে, এই তো বিধির খেলা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.