আমাদের কথা খুঁজে নিন

   

পূর্ণিমা মারা গেছে

-- -- -- -- -- -- -- -- -- -- -- ট্টগ্রাম চিড়িয়াখানার একমাত্র বাঘিনী পূর্ণিমা মারা গেছে। দীর্ঘদিন রোগ ভোগের পর গতকাল সকাল ৮টায় নগরীর অন্যতম বিনোদন কেন্দ্র ফয়’স লেকসংলগ্ন চিড়িয়াখানার নিজের খাঁচায় মৃত্যুরকোলে ঢলে পড়ে পূর্ণিমা। চিড়িয়াখানা সূত্র জানিয়েছে, এ বাঘিনীর বয়স হয়েছিল ১৯ বছর। পূর্ণিমার পুরুষ সঙ্গী চন্দ্র মারা যায় ২০০৬ সালে। চট্টগ্রাম চিড়িয়াখানার কিউরেটর ও ভেটেরিনারি কর্মকর্তা ডা. মো. মনজুর মোরশেদ জানান, ঢাকা চিড়িয়াখানা থেকে ২০০৩ সালে পূর্ণিমাকে আনা হয়েছিল।

৩ বছর আগে পূর্ণিমার অন্ত্রে ক্যান্সার ধরা পড়ে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানান, যত্ন ও চিকিত্সা সেবার কারণে প্রত্যাশার চেয়েও বেশিদিন বেঁচেছিল পূর্ণিমা। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চট্টগ্রাম চিড়িয়াখানাকে পশু-পাখিতে সমৃদ্ধ করার লক্ষ্যে কাজ চলছে। আগামী কয়েক মাসের মধ্যে একজোড়া সিংহ, একজোড়া ভালুক, সাদা ময়ূর, প্যারা হরিণ আসবে এ চিড়িয়াখানায়। এ ব্যাপারে ঢাকা চিড়িয়াখানা ও ডুলাহাজারা সাফারিপার্ক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ হয়েছে বলে জানান চিড়িয়াখানার কিউরেটর।

Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।