আমাদের কথা খুঁজে নিন

   

কাজের কাজি পার্টিশন মাস্টার [সফটওয়্যার]

Good decision comes from experience, but experience comes from the bad decision.........so don't worry go ahead and learn from them. কম্পিউটারে হার্ডডিস্ক পার্টিশন নিয়ে অনেক সময় ঝামেলায় পড়তে হয়। সাধারণত উইন্ডোজ একবার সেটআপ করার পর হার্ডডিস্ক পার্টিশন করতে গিয়ে অনেকের তথ্য আবার ফরমেট হয়ে যায়। এতে করে অনেকেই বারবার পার্টিশন দিতে থাকেন। বিরক্তিকর এ ধরনের সমস্যা এড়াতে পরখ করে দেখতে পারেন 'পার্টিশন মাস্টার' নামের সফটওয়্যারটি। কম্পিউটারে সফটওয়্যারটি ইনস্টল থাকলে নতুন করে পার্টিশন তৈরি করা ছাড়াও অন্য কোনো সমস্যা দেখা দিলে এর মাধ্যমে সেটিও যাচাই এবং সমাধান করা যাবে।

প্রয়োজনের মুহূর্তে যে কোনো পার্টিশন লুকিয়ে রাখা, পার্টিশন কর্তন করা, যে কোনো ড্রাইভ ফরমেট করা, ড্রাইভের বিস্তারিত তথ্য উদ্ঘাটন, ড্রাইভের জায়গা [মেগাবাইট] যোগ-বিয়োগ করা যাবে। চাইলে বিভিন্ন ড্রাইভের কি-ওয়ার্ডও বদলানো যাবে। আকারে বেশ বড় [১১.৫ মেগাবাইট] না হলেও কাজের কাজি পার্টিশন মাস্টার। উন্ডোজ ২০০০, এক্সপি, সেভেন অপারেটিং সিস্টেমে পার্টিশন মাস্টার পরিপূর্ণভাবে কাজ করতে সক্ষম। ডাউনলোড ঠিকানা : পার্টিশন মাস্টার *** ভালো লাগলে মন্তব্য করতে ভুল করবেন না।

। । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.