আমাদের কথা খুঁজে নিন

   

কাজের পরিবেশ



কিছু আগোছালো আলাপ আমার কাজের পরিবেশ নিয়ে: *বাংলাদেশে professional environment এ এই internshipটাই আমার প্রথম অভিজ্বতা এখানে কাজ করার। কাজ করছি খুব নামি দামি একটা এনজিওতে। বেশ কিছু নুতন experienceর সমুক্ষীণ হচ্ছি, আজকের লেখা তাই নিয়ে: ১। মোটামুটি সবাই আমার বিয়ে হয়েছে কিনা জানতে চায় আর জানতে চায় আমার দেশের বাড়ি কই। আমি অবিবাহিত শুনলে মহিলাদের কাছ থেকে দুই রকমের response পাই: এক দল আমাকে বিবাহ সংক্রান্ত উপদেশ দেয় ( কাকে বিয়ে করবা, কবে) আর আরেক দল পরিচিত "সুপাএের" কথা বলে।

২। যারা আয়া-পিয়ন, দারওয়ান তাদেরকে অনেকেই নূণ্যতম সম্মান দেখায় না। ৩। খুব ব্যক্তিগত প্রশ্ন করা খুবই নরমাল। ৪।

This one might be a personal experience, but young men from work keep asking me out to lunch and go to excursions outside Dhaka. I have already been asked to go to Jahangirnogor university, Coxbazar and Sylhet. I keep denying them politely. Seriously who do they think they are? Who do they think I am? Just because আমি বাইরে পড়াশুনা করেছি বলে আমার জন্য social rules and customs apply kore na? আজকের মত এই।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.