আমাদের কথা খুঁজে নিন

   

আধুনিক সভ্যতার প্রাগৈতিহাসিক মূল্যবোধ!

আমি মানুষ হতে চাই। ভালবাসা বিষয়টি চিরন্তন। যে জীবনে কাউকে ভালবাসেনি সে মানুষ নয়। ভালবাসার জন্যই বিশ্ব সভ্যতা আজও টিকে আছে। আপত দৃষ্টিতে ভালবাসা বলতে আমরা শুধু একটি নারীর সাথে আর একটি পুরুষের ভাললাগা আর প্রেমের বিষয়টি বুঝে থাকি।

আসলে ভালবাসা বিশাল একটি বিষয়! এটি যেকোনো মানুষে মানুষে, এমনকি প্রাণী-মানুষেও হতে পারে। ভাললাগার থেকেই ভালবাসার সৃষ্টি। এটি খুব সম্ববত স্বর্গীয় একটি বিষয় তাইতো ভাললাগার বিষয়ে বাস্তবসম্মত কোন যুক্তি কাজ করেনা। কিন্তু মানুষ সভ্য বলেই বাস্তবতাকে মিশিয়ে ভালবাসতে চায় আর ভাললাগাতে চায়। সবচেয়ে মজার বিষয় হলো মানুষ নিজেকে ঠকিয়ে সভ্য হতে চায় বৈকি! মনের বিরুদ্ধে পথচলতে বাধ্য করা সমাজের চিরাচরিত একটি নিয়ম।

চিত্তকে শৃঙ্খলাবদ্ধ করে রাখাই সভ্যতার প্রথম ধাপ। যেমন ধরুন আপনি কার সাথে কখন কিভাবে কথা বলবেন তা আপনাকে সমাজ (বিমূর্ত) শিখিয়ে দিবে। আপনি যদি এর বাইরে কিছু করেন তাহলে আপনি সভ্য নন। ঠিক তেমনি কাকে আপনি ভালবাসবেন তা সমাজই নির্ধারণ করে দিবে! আপনার থেকে জীবন যাপনে অধিকতর উন্নত কোন পরিবারের মেয়েকে পছন্দ অথবা ভালবাসবার কোন অধিকার আপনার নেই। সমাজবিজ্ঞানে আমরা বিবাহের বিভিন্ন ধরণের বিষয়ে পড়েছি।

সেখানে অসম বিবাহ নামে একটি বিবাহের ধরণ ছিলো এরকম: অর্থিক দিক থেকে স্বচ্ছল মেয়ের সাথে অস্বচ্ছল পরিবারের ছেলের বিবাহ হলে তাকে অর্থনৈতিক দিক বিবেচনায় অসম বিবাহ বলা হবে! তাহলে লক্ষ্য করুন সমাজ নামক বিমূর্ত বিষয়টি আপনার জীবনে কতখানি হিটলারী ভূমিকায় অবতীর্ণ! আমরা কথায় কথায় নিজেদের আধুনিক সভ্যতা বিনির্মাণের কারিগর হিসেবে পরিচয় দিই। তাহলে আমার মনে প্রশ্ন জাগে আধুনিক শব্দটার অর্থ আসলে কি? এটি কি শুধু পোশাক আর দামী গাড়ির মাঝেই সীমাবদ্ধ নাকি মননশীলতার উন্নয়ন?!! বিবেকের দরজায় কড়া দিয়ে একবার নিজেকে জিজ্ঞেস করুন আপনি কি পুরোপুরি সভ্য নাকি এক গ্লাস পুরোনো মদ কেবল নতুন মোড়কের আড়ালে!!??? পুরোনো মদের আদলে আপনার প্রাগৈতিহাসিক মূল্যবোধ কি আধুনিক সভ্যতা তথা নতুন মোড়কের আবরণে ঢাকা পড়ে আছে??? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।