আমাদের কথা খুঁজে নিন

   

ত্যাগের মহিমায় হিটাচি

বারবার শুধু ছিটকে পড়ি অশ্লীল কারাগারে ত্যাগের মহিমায় মহিমান্বিত দিবসের অবসানে আবার কর্মব্যস্ততময় জীবনের হাতছানি। এই ক'দিনে বনে পশুর সাথে মনের পশুরও যে কোরবানী হয়ে গেছে তা নিশ্চয় সকলেই মানবেন। শুধু ছোটলোক রিক্সাওয়ালাদেরই কোন পরিবর্তন হয়নি। ঈদের পরদিন সকালে নীলক্ষেত থেকে জিগাতলা রুটে সর্বনিম্ন দরদাতা ভাড়া হাকল ৬০ টাকা। বনের পশু কোরবানী দেবার ক্ষমতা না হয় ওদের নাই, তবে বলে মনের পশু কোরবানীর সঙ্গতি কি ওদের ছিলনা? ঈদের আগেরদিন শুন্য ঢাকার অতিপ্রাকৃত রূপ দেখতে বেড়াতে গিয়ে ঠিক বেড়ানো হলোনা।

যানবাহনের চাপ কম, তবে অলি গলি থেকে শুরু করে মেইন রাস্তা পর্যন্ত মিনি গরু আর ছাগলের হাট। বিরক্ত হয়ে হাতের পাশেই হিটাচির শো রুমে ঢুকে ফেরলাম। ছোট বড় বিভিন্ন সাইজের ফ্রিজের পরীক্ষা করার ছলে এসির ঠান্ডা বাতাস খাচ্ছিলাম। কিন্তু বাধ সাধলো এক তন্বী বিক্রয় কন্যা। আমার জন্য তিনি কি করতে পারেন এমন সুমিষ্ট জিজ্ঞাসায় উত্তর সাজাতে কিছুটা সময় লাগলো বটে, তবে আমার উত্তরে বিক্রয় কন্যার বেশ গর্বিত প্রতিতোত্তর - আমাদের ডিপ ফ্রিজগুলো স্যার এক সপ্তাহ আগেই বিক্রি হয়ে গেছে।

সেই সাত সকালে শুরু হওয়া ত্যাগের প্রাক্টিক্যাল এবং ক্লান্তিকর আনন্দের আনুষ্ঠিানিক মুক্তি মিলল সন্ধ্যার পর। টিভির রিমোট এর একচ্ছত্র আধিপত্য পাওয়ায় চ্যানেল থেকে থেকে চ্যানেলে ঘুরে ঘুরে একই ডায়লোগে প্রাণ ওষ্ঠাগত। বনের পশু নয়, মনের পশুটাকে কোরবানী করার আসল উদ্দেশ্য, এই একটা দিন ত্যাগের মহিমায় আমাদের সকলকে ভাস্বর হতে হবে...ব্লা..ব্লা.... বটে, একদিনের ত্যাগে কি বাঙালীর সন্তুষ্ট হবার জো আছে! ত্যাগের এই আনন্দ যতটা লম্বা করা যায় ততই প্রশান্তি। এজন্য ইহুদি, নাছাড়া ভাতৃপ্রতিমগণ হিটাচি, স্যামসাং, এলজি ইত্যাদি বহু কোম্পানীর আড়ালে এই ত্যাগ ধরে রাখার জন্য সদা ততপর। চাইতো হালাল ওয়ালটনের সাহায্যও নিতে পারি।

অবশ্য এই ত্যাগ কতটা লম্বা হবে তা ডিপ ফ্রিজের সাইজের ওপর নির্ভর করে । নিদেন পক্ষে তিনমাসতো রাখতেই হবে। ফ্রিজের সাইজ বড় হলে ছয়মাস নিশ্চিন্তে, আর নেক্সট কোরবানী পর্যন্ত ত্যাগ সংরক্ষণও অহরহ দেখা যায়। অবশ্য যাদের আর্থিক ক্ষমতা আছে ত্যাগের আনন্দ তারা বছর ব্যাপি করলেই বা আমার মতো দুর্বল ইমানদারদের কিইবা আসে যায় ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.