আমাদের কথা খুঁজে নিন

   

জলিল রে নিয়ে কিছু কথা না বললেই না !

কোনো চাওয়া নাইকা এম এ জলিল রে নিয়ে কিছু কথা না বললেই না, প্রথম কথা হলো, উনি কেন নিজের ভুলগুলো কারেক্ট করছে না, উনি কেনু নিজেকে বার বার মিডিয়া তে বাজে ভাবে নিজেকে উপস্থাপন করছে. উনার যে কিছু সমসসা আচে, থাকতে ই পারে, সেটা ঠিকথাক করে নিলেই হয়, আর, উনার নায়কই হবার দরকার কি, মানলাম উনি , ডিজিটাল ফিল্ম মেকিং এর জন্য অনেক ইনভেস্টমেন্ট করছে, , কিন্তু উনি নায়ক না হয়ে, অন্য কাওকে দিয়ে যদি সিনেমা গুলো করতো, তাহলে তো আর ঝামেলা থাকতু না, আমাদের আসলে আসল সমসসা হলো, আমরা নিজেরা জানিনা , আমার স্ট্রেংথ কোথায়, জলিল সাহেবের অনেক টাকা আচে, এটা তার স্ট্রেংথ, কিন্তু উনি ভালো অভিনেতা না, আবার অনেকে ভালো অভিনেতা কিন্তু পকেট এ টাকা নাই, তাই, যার টাকা আছে সে টাকা ইনভেস্ট করবে, আর যার অভিনয় স্কিল আচে সে অভনয় করবে, ভেরি সিম্পল এন্ড স্ট্রেএইট. জলিল বার বার নিজে ই নিজেরে বাকরা বানাচ্চেঃ, নিজের ভুল গুলো ও শিকার করছে না, ভুল শিকার করলে, কিন্তু মানুষ তামাশা করার সুযোগ পাইতো না, বুঝলাম না উনার এই বুঝটা কেন আসছেনা. বিশেষ দ্রষ্টব্য: বাংলা টাইপিং এ একদোম নুতুন. বানান ভুলের জন্য ক্ষমা চাই

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।