আমাদের কথা খুঁজে নিন

   

নোয়াখালী জেলা শহরের হরিনারায়নপুর বাজারে মদখাওয়া ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু“দল গ্রামবাসীর মধ্যে সংর্ঘষ। থানার ওসি এবং ১০ পুলিশ সহ ৩০ গ্রামবাসী আহত

নোয়াখালী জেলা শহরের হরিনারায়নপুর বাজারে রবিবার রাত ৯টা বাংলা মদ খাওয়া ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু“দল গ্রামবাসীর মধ্যে সংর্ঘষ বাধে । এ সময় ব্যপক ইট পাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষে লিপ্ত হরিনারায়নপুর ও রাজারামপুর গ্রামের লোক জন সংর্ঘবদ্ধ হলে সংর্ঘষ ব্যাপক আকার ধারন করে। খবর পেয়ে সুধারাম মডেল থানার পুলিশ সে খানে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ব্যার্থ হয় । এ সময় বাজারের ৮/ ১০ টি দোকান ভাঙ্গচুর করা হয়।

একই সাথে দোকানের আসবাপত্র ও সিএনজি চালিত ২টি অটোরিক্্রসায় আগুন ধরিয়ে দেয় বিক্ষব্ধ গ্রামবাসী। খবর পেয়ে দমকলের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিভাতে গিয়ে বাধাপ্রাপ্ত হয়। এবং পরে আগুন নিয়ন্তনে আনতে সক্ষম হয়। প্রায় দুই ঘন্টা সংর্ঘষ চলার পর অতিরিক্ত দাঙ্গাপুলিশ ঘটনা স্থলে পৌছে লাঠিচার্জ করে এবং ১৫০ রাউন্ট সটগানের গুলিছুঁড়ে পরিস্থিতি নিয়ন্তনে আনে। এ সময় সুধারাম মডেল থানার ওসি মীর জাহিদুল হক রনি সহ ১০পুলিশ সদস্য ছাড়াও কমপক্ষে ৩০ জন গ্রামবাসী আহত হয়।

রিজাভ পুলিশ কনস্টবল ফারুক কে গুরুতর আহত অবস্থ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল রেফার করা হয়। উভয় পক্ষদাবী করেছে সংর্ঘষ চলাকালিন ইটপাটক্ষেল ধারালো অস্ত্র ছাড়াও আগ্নেয়াস্র ব্যবহারিত হয়েছে। আহতদের নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল সহ স্থনীয় বিভিন্ন কিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। পরিস্থিতি থমথমে বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.