আমাদের কথা খুঁজে নিন

   

ছোট্ট ফুল-ওয়ালী আঁখি

সাম্যের গান গাই- আমার চক্ষে পুরুষ রমনী কোন ভেদাভেদ নাই। বিশ্বে যা কিছু মহান, সৃষ্টি চির কল্যানকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর...........। আমি রক্তে, মাংসে গড়া অতি সাধারন এক মানুষ........... তবে আমি প্রচন্ড রকমের স্বপ্নবিলাসি। সেসব স্বপ্নের কিছ যারা প্রায়ই টি.এস.সি. তে ঘুরাঘুরি করেন, তারা ওখানকার অনেককেই চেনেন। এই যেমন- ওভালটিন চা ওয়ালা রুবেল মামা, সিগারেট ওয়ালা ইউনুস মামা, ফুল ওয়ালা পিচ্চি ইয়াসিন মোল্লা ইত্যাদি আরো অনেকে.................. আমার সেখানে প্রায়ই যাওয়া হয়।

আমি ওখানে রুবেলের দোকানের চা খাই। বলা যায়, মাঝে মাঝে ওভালটিন চা দিয়ে নেশা করি..........!!!!!!! আজকে গিয়েছিলাম টি.এস.সি. তে। তখন দুপুর আড়াইটার মত বাজে। প্রখর রোদ, কিন্তু দারুন বাতাস বইছিলো। রুবেলের দোকানের পাশে বসে বসে চা খাচ্ছিলাম।

কোনো কারনে মন খারাপ ছিল। ফাঁকা ফাঁকা ভার্সিটি এলাকা টা দেখতে ভালোই লাগছিল। মাঝে মাঝে রাস্তা দিয়ে লোকজন গরু, ছাগল নিয়ে যাচ্ছিল। আর আমি বসে বসে কাপের পর কাপ চা খেয়ে যাচ্ছিলাম................................... হঠাৎ ছোট্ট একটা ৯/১০ বছর বয়সের মেয়ে মাত্র গাঁথা কিছু শিউলী ফুলের মালা হাতে নিয়ে আমার সামনে এসে দাঁড়ালো। ছোট্ট কচি একটা মেয়ে।

দেখে মনে হলো, ওকে আমি টি.এস.সি. তে খুব বেশী দেখিনি। ও খুব সুন্দর করে বললো, "আফা দুইডা মালা নেন না। " সাথে ভাংতি টাকা ছিল না তাই নিতে পারছিলাম না। মেয়ে টা তখন বললো, তার মা অসুস্থ, মার ওষুধ কিনতে হবে। আমি তাকে বললাম, "মার কি অসুখ?" সে বললো, "ম্যালা দিন ধইরা জ্বর, কাশি।

কাশতে কাশতে জান যায়। " আবার আমি বললাম, "তোমার নাম কি? বাবা আছে? ভাই, বোন আছে?" ও বললো, "আমার নাম আঁখি। বাপ আছে। তয় খুজ লয় না, ট্যাকা-পয়সাও দেয় না। ছুডু একটা ভাই আছে, দুই বছর বয়স।

" > থাকো কই? সংসার চলে কি ফুল বেঁচে? > কামরাঙ্গির চড় থাকি। অহন ফুল বেইচ্চাই চলে। আমার মায় মালা গাইথ্যা দেয়। > বাসায় যাও কেমনে? > আগে সন্ধ্যাকালে মা আইসা লইয়া যাইতো। অহন নিজেই যাই।

> স্কুলে যাও? > খাইতেই পাই না, আবার ইশকুল..........!!! > আচ্ছা শুনো, মা সুস্থ হওয়ার পর অবশ্যই স্কুলে যাবা। তোমার ভাইকেও সাথে নিবা। > আফা আমার অনেক ইচ্ছা ভাইরে কেলাস টেন পর্যন্ত পড়ামু। আমি নিজে পড়তে পারি আর না পারি, ভাইরে পড়ামু। > শোনো আজকাল ক্লাস টেন পর্যন্ত পড়ে কিছু হয় না।

যতদূর পারো পড়াশোনা চালায় যাবা। > হ আফা, মা আর ভাইরে লইয়া শান্তিতে থাকতে চাই। এভাবে মেয়েটার সাথে অনেকক্ষন কথা হয়। ছোট্ট মেয়েটার কথাগুলো শুনছিলাম আর ভাবছিলাম, ছোট্ট মেয়েটা তার মা আর ভাইকে নিয়ে একটু ভালো থাকার জন্য কতোই না স্বপ্ন দেখে.................................. দোয়া করি এই স্বপ্নচারীদের স্বপ্ন যেন সত্যি হয়। আল্লাহ্ যেন সবসময় তাদের ভালো রাখে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.