আমাদের কথা খুঁজে নিন

   

পাশের সিটে যখন একজন সুন্দরী মেয়ে ! (তিক্ত অভিজ্ঞতা)

বাসে কিংবা ট্রেনে পাশে যদি কোনো পরিচিত বা অপরিচিত সুন্দরী মেয়ের সিট হয় তাহলে অনেক দীর্ঘ যাত্রাও কাছের মনে হবে আর যানজটতো মনেই হবে না ! ঈদের আগে ঢাকা থেকে আসতে যেকোনো মহা সড়কেই এই মুহূর্তে যেন দীর্ঘ যানজট । (আমার বাড়ী উত্তরবঙ্গে আর ঢাকা থেকে আসতে একবার ৩.৩০ ঘন্টার পথ লেগেছিলো প্রায় ২০ ঘন্টা !) যাই হোক খবরে দেখলাম ঢাকা-টাঙ্গাইল মহা সড়কে দীর্ঘ যানজট। আর এই মুহূর্তেও কেউ না কেউ আটকে আছেন সেখানে। আমরা যখন সিঙ্গেল হিসেবে টিকেট কাটি তখন মনে মনে ভাবি যদি পাশের সিটেই কোনো সুন্দরী মেয়ে বসতো। আর যদি এমন হয়েই যায় তবে সেটা বলা যায় নির্ঘাত রাজ কপাল ।

এটা শুধু আমি না, আমাদের বেশিরভাগ ছেলেরই এটা মনে হয়। কেউ প্রকাশ করে আর কেউ করে না। এই মুহূর্তে হয়তো কয়েকজন রাজ কপালের অধিকারী সেখানে আছেনও। তাদেরকে যদি বলা যায় এই মুহূর্তে অসহনীয় যানজট সম্পর্কে আপনার মন্তব্য, তখন কিন্তু তারা বলবেন বেশ ভালই তো আছি। এইটা একটা স্বাভাবিক ব্যাপার।

ঈদের আগে হতেই পারে। মোট কথা তারা এখন খোশ মেজাজে, বিরক্ত নন। এটাতো গেলো পজেটিভ দিক , এর আবার বিপরীত দিকও আছে। যেটা অভিজ্ঞতা হয়েছে আমার। আমি একজন ব্যাংকার।

আর হঠাৎ করেই একদিন চিঠি এল আগামী শুক্রবার এক দিনের জন্য ফরেন রেমিটেন্স এর উপর ট্রেনিং। গন্তব্য বগুড়া থেকে রাজশাহী। আমি যেখানে থাকি সেখান থেকে ঐ দিন সকালে গিয়েও যথা সময়ে উপস্থিত হওয়া যাবে কিন্তু যখন দেখলাম ট্রেনিং ইন্সটিটিউটে থাকারও ব্যবস্থা আছে তখন ঠিক করলাম বৃহঃবার অফিস থেকে একটু আগেই বের হয়ে যাব। যথা সময়ে বাসে উঠলাম, বৃহঃবার বিকেল বেলা আর তাই বাসে একটু ভীর। আমি উঠারপর সিট পেলাম না, কিছুক্ষন দাড়িয়ে যেতে হবে।

। অন্যের চাপ খেতে খেতে এমন জায়গায় এসে থামলাম যে পাশের সিটেই একজন সুন্দরী মেয়ে। দাড়িয়ে গেলেও সময়টা ভালই যাচ্ছিলো কিন্তু তখনই ঘটলো ঘটনাটি। হঠাৎই কেমন যেনো আমার শার্ট আর প্যান্টে একটু গরম গরম অনুভব করলাম। আমি বুঝে উঠার আগেই মেয়েটির দিকে তাকিযেতো আমি থ ! আরে... আমার সারা গায়ে বমি করে দিল! আমার সঙ্গে আরএকজনেরও সামান্য লেগেছে।

কিন্তু আমার এমন অবস্থাতে আমি কি করবো ভেবে পাচ্ছি না। ইতিমধ্যে অর্ধেক রাস্তা চলে এসেছি, ভাবছি এখন কি ফিরে এসে সকালে যাব? মনটা রাগে আর দুঃখে এমন লাগলো যে, অনেক কিছু বলি কিন্তু সেই সুন্দরী এমন ভাবে সরি বললো যে, কি আর করা। আসলে তখন নিজেকে নিজেই সান্তনা দিলাম এটা আমরই একটি খারাপ দিন । (ভাগ্যিাস ব্যাগের ভিতরে লুঙ্গি-গামছার সঙ্গে অতিরিক্ত একটি শার্ট ও প্যান্ট নিয়েছিলাম। ) যথারীতি রাত ৮.০০ টার দিকে গন্ত্যবে পৌছলাম ।

ইতিমধ্যে আমার সারা গায়ের বমি শুকিয়ে গিয়ে একরকম সাদা স্তর হয়ে গেছে। শহরের সোডিয়াম লাইটে কেউ সেটা বুঝতে পারছে না। আমি আর তখন ট্রেনিং ইন্সটিটিউটে না গিয়ে একটি হটেলে উঠলাম আর তারাতারি সেটা কোনোরকমে ভিজিয়ে রেখে দিলাম। পরদিন সেটা একটা পলেথিনে নিয়ে ব্যাগে ঢুকিয়ে ব্যান্ড বক্সে ওয়াস করতে দিলাম। এখান থেকে যা অভিজ্ঞতা অর্জিত হলো- কোথাও যাবার সময় ব্যাগে অতিরিক্ত এক সেট শার্ট-প্যান্ট নিয়ে যাওয়া উচিৎ সেটা অফিসিয়াল কিংবা আত্মীয়ের বাসা যেখানেই হোক আর বাসে বা ট্রেনে সকল ধরনের মহিলা বা মেয়েদের থেকে সাবধানে থাকা।

আপনার অফিসের ডেস্কের ড্রয়ারেও অতিরিক্ত এক সেট শার্ট-প্যান্ট রেখে দিন, বলা যায় না অফিসে যদি বাসে যেতে হয় সেখানেও ঘটতে পারে যেকোনো দিন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.