আমাদের কথা খুঁজে নিন

   

বিজ্ঞানী দের উচ্চশিক্ষার অনুমতি

মহাসাধক একজন B---R এর বিজ্ঞানী PhD তে ভারতে scholarship এ যাবার আবেদন করলে তাকেঁ অর্ধ বেতনে ছুটি মঞ্জুর করা হল। Schlarship টি তিনি নিজেই জোগাড় করেছিলেন। আরেক জন MS করতে যাবেন আমেরিকা তাকেও অর্ধ বেতন ছুটি। এর আগে কয়েক জন গেলেন তারা পেলেন পুর্ন বেতন ছুটি। প্রতিষ্ঠান উচ্চ শিক্ষার কোন ব্যবস্থা ত নেবেইনা উপরন্তু নিজে করলেও সেখানে বাগড়া।

এভাবেই চলছে। অথচ প্রশাসনের লোক অপ্রয়োজনীয় কত বিষয়েই না MS PhD করছে। দিন শেষে তারাই জিজ্ঞেস করছেন কি করলেন দেশএর জন্য। কি করছেন আপনারা। বিজ্ঞানীদের কাছে জাতি কি চায়? জাতি নিজেই কি জানে? নিয়োগ দিয়ে বলছে তাদের আবিষ্কার কর।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।