আমাদের কথা খুঁজে নিন

   

কিভাবে বুঝবেন আপনি দেশের কোথায় আছেন??

হারিয়ে যাই অকস্মাৎ.. https://facebook.com/tanim.misbahul (প্রথমেই বলে নিই যে এ পোষ্টটি শুধুমাত্র নির্মল আনন্দের জন্য। কোন জেলা বা শহরকে হেয় প্রতিপন্ন করা পোস্টের উদ্দেশ্য নয়। তারপরও কোন বিষয় কোন জেলার সাথে মিলে গেলে তা নিতান্তই কাকতালীয়। ) (১) দুইজন লোক মারামারি করছে এবং তৃতীয় একজন এসে তাদের দেখে চলে গেলো। তাহলে আপনি বাংলাদেশের কোথাও নেই, আপনি দেশের বাইরে।

তাড়াতাড়ি প্লেনের টিকিট কাইটা দেশে আইসা পড়েন। (২) দুইজন লোক মারামারি করছে, কেউ কারো সাথে কুলিয়ে উঠতে না পেরে মোবাইল ফোন বের করে বন্ধুদের আসতে বলছে, কিছুক্ষণ পর দেখা গেলো ৫০ জন মারামারি করছে। তাহলে আপনি অবশ্যই চট্টগ্রামে আছেন। (৩) দুইজন লোক মারামারি করছে এবং তৃতীয় আরেক জন এসে তাদের থামাতে চেষ্টা করলো। ওই দুইজন তখন এক জোট হয়ে তৃতীয় জনকে উত্তম মধ্যম দিলো।

সেক্ষেত্রে আপনি বরিশালে আছেন। (৪) দুইজন লোক মারামারি করছে এবং একদল লোক জড়ো হয়ে দেখছে। হঠাৎ একজন একটি চায়ের দোকান খুলে বসলো। বলুন তো আপনি কই? হা হা!! নোয়াখালী ছাড়া আবার কই? (৫) দুইজন লোক মারামারি করছে এবং কয়েক জন এসে তর্কাতর্কি শুরু করলো কে সঠিক। তাহলে আপনি খুলনায় আছেন।

(৬) দুইজন লোক মারামারি করছে তৃতীয় আরেক জন এসে ঐখানে দুই জন এর মাজার খুলে বসলো। তারমানে আপনি সিলেটে আছেন। (৭) দুইজন লোক মারামারি করছে, আরেক দল এসে ঝগড়া শুরু করলো। শেষে দেখা গেলো যে সেই ২ জনেরই আর খবর নেই। তারমানে আপনি ময়মনসিংহে আছেন।

(৮) দুইজন লোক মারামারি করছে এবং লোকজন জড়ো হয়ে যেকোনো একজনকে গণধোলাই দেয়া স্টার্ট করলো। সো আপনি ঢাকায় আছেন; স্পেসিফিক্যালি গুলিস্তানে। (৯) যদি দেখেন যে দুইজন লোক ঝগড়া করছে, আর কিছু লোক স্টিকি করার আবেদন জানাচ্ছে আর বাকিরা গ্যালারিতে বসছে, তাহলে বুঝবেন যে সামুতে আছেন। (Collected & partially edited) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.