আমাদের কথা খুঁজে নিন

   

কিভাবে ধরবেন জঙ্গী?? HOW TO Catch জঙ্গিস বাই বৈজ্ঞানিক উপায়

অনেকগুলো পোস্ট ড্রাফটে নিলাম বিশেষ কারণে এই পোস্টটা বাঘ ধরা প্রসংগে। তবে চাইলে এই সিস্টেমে জঙ্গীও ধরতে পারবেন। তো যদি বাঘ ধরতে চান তাইলে আসেন এই পোস্ট পড়েনঃ ১. নিউটনের সূত্রঃ ‘প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত মুখি প্রতিক্রিয়া আছে ’ সুতরাং বাঘের সামনে যান , তাকে সুযোগ দেন আপনাকে কট করার । এরপরেও যদি ভবলিলা সাংগ না হয় তাইলে নিউটোনের সূত্র মতে আপনি এতক্ষণে বাঘ ধরে ফেলার কথা। ২. আইনস্টাইনের পদ্ধতিঃ বাঘকে একটা আপেক্ষিক গতিতে তাড়া করেন (কেমনে করবেন তা বোঝার দরকার নাই, আইসস্টাইনের থিওরি কেউ বুঝে নাকি মিয়া! ) এক পর্যায়ে বাঘ মামা কাহিল হওয়া যাইব , তখন খপ করে ধইরা ফেলেন।

৩. গাণিতিক ফর্মুলাঃ বাঘ এর কাছাকাছি একটা খাচায় নিজেকে আটকান আর অতঃপর ঘটনাটার ইনভার্স করে নিন। ব্যাস বাঘ চলে গেল খাচায় আপনি বাইরে। ৪. দস্যু বিরাপ্পন সিস্টে মঃ বাঘের বউকে কিডনাপ করেন এবং বাঘকে বলেন সারেন্ডার করতে। সাফল্য নিশ্চিত। ৫. বাংলাদেশ পুলিশের রিমান্ড সিস্টেমঃ একটা বিলাই ধরেন।

তারে দিন তিনেকের জন্য রিমান্ডে নিন । আড়াই দিনের মাথায় শে যদি চিৎকার করে না বলে, ‘আমি বাঘ , আমি বাঘ! ’ তাইলে নাম ঘুরায়া রাখুম। যাই হোক এটা একটা পুরানা জোকস। ৬. এফ বি আই এর আধুনিক পদ্ধতিঃ আমাদের পুলিশ্ এর চেয়ে এফ বি আই অনেক আধুনিক। তাই আপনাকেও একটু ডিজিটাল হতে হবে।

প্রথমে হরিণ শিকারী নামে ফেসবুকে একাউন্ট খুলেন। দেখেন কেউ আপনাকে ফ্রেন্ড রিকুয়েস্ট পাথায় কিনা। তাকে বলেন আপনের বাড়ির পিছে একটা হরিণ আছে। আসলেই দুজনে মিলে শিকার করবেন এন্ড বারবিকিউ করবেন। আসলে তারে ধরে মিডীয়াকে বলেন, ‘আমি Sting Operation এর মাধ্যমে বাঘ ধরেছি !!’ এইটাই আধুনিক বিশ্বে সবচেয়ে হালাল পদ্ধতি।

বিঃ দ্রঃ আইডিয়া ফেসবুকের বাংগাল গ্রুপ থেকে নেয়া। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.