আমাদের কথা খুঁজে নিন

   

ক্রিকেটীয় প্রশ্নের রাজনৈতিক উত্তর

কিছুদিন আগে ক্রিকেটার ক্রিস গেইল এক বিধ্বংসী ইনিংস খেলেছেন আইপিএলে। পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে তিনি করেছেন মাত্র ৬৬ বলে ১৭৫ রান। এই স্কোর করার পর বাংলাদেশের কোনো টিভি চ্যানেল থেকে যদি তাঁকে বলা হতো ক্রিকেটীয় প্রশ্নের রাজনৈতিক উত্তর দিতে কী বলতেন তিনি? ভেবেছেন আলিম আল রাজি

আপনার এই সফলতার পেছনে কার অবদান সবচেয়ে বেশি?
বর্তমান সরকারের অবদান সবচেয়ে বেশি। আপনারা জানেন, গত বাজেটেই এই সরকার ব্যাটিং খাতে উল্লেখযোগ্য পরিমাণ বাজেট বরাদ্দ করেছিল। এ কারণে আমরা উদার গণতান্ত্রিক পরিবেশে ব্যাটিং করার সুযোগ পেয়েছি।

প্র্যাকটিস করার সুযোগ পেয়েছি। তা ছাড়া প্রধানমন্ত্রী আমাদের ব্যাটিংয়ের তদারক করেছেন নিয়মিত। সবকিছুর কারণে আসলে এত ভালো স্কোর করা সম্ভব হয়েছে।

কোনো প্রতিবন্ধকতা এসেছে এই সফলতা পাওয়ার ক্ষেত্রে?
অবশ্যই এসেছে। বিরোধী দলের ষড়যন্ত্র আমাদের পদে পদে বাধা দিয়েছে।


জনবিচ্ছিন্ন দেউলিয়া বিরোধী দল ইচ্ছা করে কমিয়ে হরতাল দিচ্ছে। হরতাল হলে রাস্তাঘাট খালি থাকে, ক্রিকেট খেলতে সুবিধা হয়, প্র্যাকটিস করতে সুবিধা হয়। যার ফলে ক্রিকেটীয় উন্নয়ন হয়। বিরোধী দল যদি সপ্তাহে চার-পাঁচ দিন হরতাল না দিয়ে প্রতিদিন হরতাল দিত, তাহলে আমাদের ক্রিকেট আরও বেশি সমৃদ্ধি লাভ করত।

এই বিধ্বংসী ইনিংসের পর কোনো অপূর্ণতা আছে আপনার?
অবশ্যই আছে।

আমার রান আরও বেশি হওয়ার কথা। আমি এত জোরে জোরে মারলাম, কিন্তু আম্পায়ার দেখালেন ‘ছক্কা’। এটা কিছু হলো? আরে ব্যাটা, এগুলো মোটেও ছক্কা না, এগুলো কোনোটা ১২, কোনোটা ১৩, কোনোটা ১৪, এ রকম। তা ছাড়া চারগুলোও আসলে চার নয়, এগুলো পাঁচ। আম্পায়ারের সিদ্ধান্ত স্বচ্ছ, নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের হয়নি।

তিনি ভুল সিদ্ধান্ত দিয়েছেন। আমি এর নিন্দা জানাই।

ক্রিকেট নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কী?
অনেক পরিকল্পনা আছে। দেখুন, আমাকে ১৭৫ রান করতে ৬৬টি বল খেলতে হলো। এটা কি ঠিক? আমি শক্তিশালী মানুষ।

আমার কাজ-কারবার আলাদা। আমি চাই এক বলেই ১৭৫ রান করে ফেলতে। কিন্তু এক বলে তো ছক্কার বেশি কিছু মারা যায় না। তাই আমি সংসদে গিয়ে একটি বিল উত্থাপন করতে চাই, যাতে এক বলেই বল কয়েক শ মাইল দূরে পাঠিয়ে শত শত রান করে ফেলা যায়। মোট কথা, আমি ক্রিকেটকে উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দিতে চাই।



দর্শকদের উদ্দেশে আপনার কিছু বলার আছে?
দর্শকদের উদ্দেশে আমার তেমন কিছু বলার নেই। শুধু বলব, আপনারা আমার জন্য দোয়া করবেন। দোয়া আমার খুব প্রয়োজন। শুনেছি, আজকাল পিলার ধরে টানাটানি করলে ভবন ধসে পড়ে। আমি যে ভয়ংকর জোরে ছক্কা মারি, তাতে ভয় হয়।

কখনো দেখা যাবে ছক্কা মারলাম, বল গিয়ে কোনো বিল্ডিংয়ে লাগল। তারপর বিল্ডিং ভেঙে পড়ে গেল। তখন ব্যাপারটা খুব দুঃখজনক হবে। তাই আপনারা আমার জন্য দোয়া করবেন। ।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.