আমাদের কথা খুঁজে নিন

   

মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আমার ভাই-বোনের লাশ নিয়ে তামাশা বন্ধ করুন, দয়া করে আমাদের ক্ষেমা করুন

জয় বাংলা ..... মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, গতকাল আমি সাভারে ছিলাম, ভোটমেশিনদের লাশ হয়ে যাওয়াতে আপনি কতটুকু বিচলিত এবং উদ্বিগ্ন হতে পারেন, তা আমি নিজের চোখে পত্যক্ষ করেছি। আপনি আমাদের লাশ হয়ে যাওয়াতে কতটুকু কষ্ঠ পান এবং উৎকন্ঠিত হন তাও আমি পত্যক্ষ করেছি গতকাল। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, গাড়ী থেকে নেমে আপনার হেলেদুলে চলা দেখে আমি ধারনা পেয়েছি, রানা প্লাজা ট্রাজেডি সামান্য নিছক একটি দুর্ষটনা মাত্র, এতে বিচলিত হওয়ার কিছুই নেই। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, আমি যেমন আপনার গাড়ি থেকে নেমে হেলেদুলে যাওয়ার ঘঠনা পত্যক্ষ করেছি, ঠিক তেমনি মাননীয় দিলীপ বড়ুয়ার গাড়ি থেকে নেমেই দৌড়ে এসে উদ্ধারকার্যে শরিক হওয়ার চেষ্ঠাও পত্যক্ষ করেছি,যতক্ষন ছিলেন ততক্ষন তার উদ্বিগ্নতাও ছিল লক্ষনীয় । মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আমি আপনার দিনের কর্মকান্ড দেখার পর রাত্রে বিবিসিকে দেয়া আপনার স্বক্ষাতকার পড়ে একটুও বিচলিত অথবা বিব্রত হইনি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমি আপনার কাছ থেকে এর বেশী কিছু আশাও করিনি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের (ভোটমেশিন দের) লাশ নিয়ে আর কত রাজনীতি করবেন ? মাননীয় স্বরাস্ট্রমন্ত্রী আর কত লাশ পড়লে আপনার মনে আচড় লাগবে ? মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, এই নিরীহ মানুষদের লাশগুলা কি আপনাকে একটুও লজ্জিত করে না ? মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আমার ভাই-বোনের নিথর দেহ নিয়ে রাজনীতি না করলে কি হয় না ? মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী, রক্তের আল্পনায় রঞ্জিত এই নিথর পায়ের লাথি কী অনুভব করতে পারেন?? মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আমি জানি এবং বিশ্বাস করি ভুল মানুষেরই হয়, এখনও সময় আছে নিজেকে শুধরানোর চেষ্ঠা করুন, এখনও সময় আছে মন থেকে এসব নিথর দেহের কাছে ক্ষমা প্রার্থনা করে, তাদের ভোটমেশিন নয় মানুষ হিসেবে বিবেচনা করুন। নাহলে শেষ বিচারের দিনও কিন্তু এসব নিরীহ মানুষ আপনাকে ক্ষমা করবে না। (মাননীয় দিলীপ বড়ুয়ার সম্মানে প্রথম অংশ নিয়ে না লিখার চিন্তা করলেও বিবিসিকে দেয়া আপনার ঘৃণ্য স্বাক্ষাতকারের পর বাধ্য হলাম।) ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ল মানবতা (ছবি কথা কয় পর্ব ৭)

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.