আমাদের কথা খুঁজে নিন

   

অভিনব প্রযুক্তির বেডরুম!

বাংলায় কথা বলি,বাংলায় লিখন লিখি, বাংলায় চিন্তা করি, বাংলায় স্বপ্ন দেখি। আমার অস্তিত্ব জুড়ে বাংলা ভাষা, বাংলাদেশ। সকাল বেলায় অফিসে আসার সময় একটি জিনিস দেখে ভাল লাগল। এটা আমার কাছে নতুন মনে হলেও সবাই হয়তো আগেই দেখে থাকবেন। জয়কালি মন্দিরের কাছে হোটেল সুপারের সামনে নির্মাণধীন ফ্লাইওভারের নীচে এক লোক , সম্ভবত ভ্যান চালকই হবেন- তার অভিনব বেডে আরামে নিদ্রা গমন করছেন।

দুটি ভ্যান একত্রিত করে তার উপরে চারটি কঞ্চি সেট করে মশারী খাটিয়ে ভেতরে কাথা বিছিয়ে তার শয্যা। মশার কামড়ের কোন ভয় নাই। বাসা ভাড়া দেবার কোন চিন্তা নেই। এই ধরনের বেড চালুর সব চেয়ে বড় সু্বিধা- বাসা ভাড়া লাগে না। দিনে ভ্যান চালিয়ে আয় করা যায়।

রাতে ভ্যানেই ঘুম। তবে সবার জন্য এ বেড চলবে না। গল্পের সেই সুখী মানুষ টাইপের যারা আছেন কেবল তারাই এই বেডে ঘুমাতে পারবনে। কারণ - চুরি চামারির হাত থেকে তো তারাই বেশী নিরাপদ! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।