আমাদের কথা খুঁজে নিন

   

স্টার সিনেপ্লেক্স এখন 3D!

সামহোয়ার ইন ব্লগে দেশে প্রথমবারের মতো থ্রিডি (থ্রি ডায়মেনশন) পদ্ধতির প্রেক্ষাগৃহ চালু হচ্ছে। দর্শকদের সময়োপযোগী পদ্ধতিতে বিনোদন দিতে এ উদ্যোগ নিয়েছে স্টার সিনেপ্লেক্স। বসুন্ধরা সিটি শপিংমলে অবস্থিত স্টার সিনেপ্লেক্সে বর্তমানে তিনটি ডিটিএস পদ্ধতির প্রেক্ষাগৃহ রয়েছে। এ তিন প্রেক্ষাগৃহে আসন রয়েছে ২৬২টি করে। এর পাশাপাশি নতুন থ্রিডি প্রেক্ষাগৃহ নির্মাণ করেছে সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। উন্নত প্রযুক্তি এবং এক হাজারেরও বেশি আসন সংখ্যার এ প্রেক্ষাগৃহটি চালু হবে ঈদুল আজহা থেকে। আগামী সপ্তাহে এর উদ্বোধন করা হবে! সূত্র-১ সূত্র-২ শুনেছি দি আমেজিং স্পাইডার ম্যান হবে বাংলাদেশে প্রদর্শিত প্রথম 3D মুভি কিন্তু আমি যে মুভিগুলো 3D তে দেখতে চাইছি সেগুলো হলো - The Avengers , Avatar , Transformers 3 , Harry Potter 7.2 , Pirates Of The Caribbean-4 , Dredd 3D , Titanic 3D .  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.