আমাদের কথা খুঁজে নিন

   

স্টার অ্যারিয়াল

বারমুডা থেকে জ্যামাইকা যাওয়ার পথে হারিয়ে যায় স্টার অ্যারিয়েল। কোনোরকম যোগাযোগ ছাড়াই কেমন করে বিমানটি হারিয়ে গেল সে এক বিশাল রহস্য হয়ে আছে। এটি বিএসএএ টাইপ উড়োজাহাজ ছিল। ঘটনাটি ঘটে ১৯৪৯ সালের ১৭ জানুয়ারি। অন্যদিনের মতোই স্বাভাবিক সকাল ছিল সেটি।

আকাশ ছিল মেঘমুক্ত, পরিষ্কার। বিমানটি বাতাসে ভাসার পর থেকেই যোগাযোগ ব্যবস্থায় ত্রুটি ধরা পড়ে। রেডিও বার্তা পাঠাতে বারবার সমস্যা হচ্ছে এটি জানানো হয় বিমান থেকে। তারপর হঠাৎ করেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে বিমানটি। সে অবস্থায় এটি কোন দিকে যাচ্ছে আর জানা যাচ্ছিল না।

বিমানের যাত্রীদের কপালে কী আছে তা ভেবে অস্থির হয়ে ওঠে কর্তৃপক্ষ। ২০ জন যাত্রী ও বিমান ক্রদের খুঁজে পাওয়ার আশা ছেড়ে দেওয়া হয় ২৫ জানুয়ারি। তদন্তকারীরা তাদের প্রতিবেদনে বলেছিলেন, এই দুর্ঘটনার কারণ অজ্ঞাত। হতে পারে এটি স্যাবেটাজ করা হয়েছে।

 



সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.