আমাদের কথা খুঁজে নিন

   

মধ্যযুগের ঐশ্বরিক বিধান.......পি এস কাজল

একজন তরুন.. হয়তো অসীম অন্ধকার কাটিয়ে বর্বর মানব- সভ্যতার ইতিবৃও টেনে মধ্যযুগের কল্পকাহিনীর পৌরুষিক বিভীষিকার শিখা মাড়িয়ে, সর্যদেব এখন কথিত সভ্য আলোর সূচনালগ্নে আমরা আকাশে বিমান উড়াতে পারি গাছের স্পন্দন বুঝতে পারি বাতাসের ভাষাও বুঝতে পারি সমুদ্রের গর্জন শুনি, খুব ভালবেসে আকাশের তারা দেখে নয়, সাংখ্যিক মানচিএে দেখি অচেনা পথ, পাহাড় পর্বত কে আর ভয় করি না, পথের শেষে পথ সষ্টি করি স্রষ্টাকে ডাকি না মাঝে মাঝে বণ্যপশুর মত উন্মাদ হয়ে যাই মধ্যযুগীয় পৌরুষিক ইশতেহারের পৈশাচিক কর্মে সভ্যতা নোংরা করি কাঁপে বিশ্ববিবেক । “আল্লাহু আকবার লাব্বাইক আল্লহুম্মা লাব্বাইক আল্লাহু আকবার” বলে চিৎকার করে কতগুলো মধ্যযুগীয় সাদা কাফনে ঢাকা প্রেতাত্মা জনসম্মুখে শিরোঃচ্ছেদ করি পাপীদের ধ্বংস হয় মানবতার সর্বশেষ খোলশ পড়ে থাকে নগ্ন ইতিহাসের পাতায় সেজদায় অবনত মাথায় রাইফেলের গুলিবিদ্ধ লাশ রাজপুএ বেঁচে যায়, রাজারা ছাড় পায় শুভাকাঙ্খীরা গণীমতের ভাগ নেয় নিরস্ত্র যুবক-যুবতীর প্রণয় শয্যা রক্তাক্ত হয় পাথরের আঘাতে, খোলা ময়দানে সমাধি নেয় প্রস্ফুটিত দুটি গোলাপ, একটি অনাবিল ভবিষ্যত আমরা চেয়ে থাকি, মাঝে মাঝে কণ্ঠ মিলাই সাদা প্রেতাত্মাদের সাথে তাক্বীর দেই, তাঁর মহিমা প্যকাশ করি, নির্লজ্জ কণ্ঠে বলি,“সৃষ্টি লয় তাঁরই ইচ্ছায়” ইতিহাসের চাকা পেছনে ঘোরে, ধীরে ধীরে ফিরে যাই মধ্যযুগীয় বর্বরতায়,আদিম বাস্তুভিটায়... কারাগার-২২১০ ১০/১০/২০১১

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.