আমাদের কথা খুঁজে নিন

   

মধ্যযুগের গীর্জার অপার্থিব সুর: গ্রেগরিয়ান চান্ট

বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুন্য হউক, পুন্য হউক, পুন্য হউক, হে ভগবান। বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ, পুর্ন হউক, পূর্ন হউক, পূর্ন হ্‌উক, হে ভগবান। রবীন্দ্রনাথ
গ্রেগরিয়ান চান্ট -এর পান্ডুলিপি। সত্যজিৎ রায়ের প্রিয় সংগীত গ্রেগরিয়ান চান্ট। এর বৈশিষ্ট মনোফোনিক বা একরৈখিক; পলিফোনিক না।

ষোল শতক অবধি গ্রেগরিয়ান চান্ট এই মনোফোনিক স্টাইলেই লেখা হয়েছে। ‘প্লেইন চান্ট’ হল আদি মধ্যযুগের রোমান ক্যাথলিক গির্জের সংগীত। প্লেইন চান্ট এরই অন্য নামই গ্রেগোরিয়ান চান্ট। গ্রেগোরিয়ান চান্ট নাম হওয়ার অবশ্য কারণ আছে। গ্রেগরি দ্য গ্রেট (৫৯০-৬০৪) ছিলেন একজন প্রভাবশালী পোপ।

তিনিই গীর্জার বাৎসরিক পঞ্জিতে বিশেষ বিশেষ পরবে সংগীতকে অর্ন্তগত করে এর সহজীকরণ করার নির্দেশ দিয়েছিলেন। এর ফলেই ধর্মীয়সংগীতের স্বরলিপি লিখিত হয়-যা হয়ে ওঠে আধুনিক স্বরলিপির আদি উৎস। মঠজীবনের কেন্দ্র ছিল গ্রেগোরিয়ান চান্ট। দিনে নয়বার গাওয়া হত।
 


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৮ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.