আমাদের কথা খুঁজে নিন

   

সুখের সংসার

ভালবাসায় দহন না হোক, আরেকটি মৃত্যু যাতনে। ভোরের পাখিরা না দেক ডাক, এ পরাজয় কোন কারনে? বন্ধুরে বলতে পারিস' ভালবাসা কেনো বিবর্ণ হয়? হাতটা একটু জোরে চেপে ধরিস, ওর ভালবাসা বিকোবার নয়! সখিগো চলে যাচ্ছি দূরে, পিছু ফিরে ডাকবে না আর? তোমার রাজমহল যাবে সরে, কোন বাধন থাকবে কি ফেরার? বন্ধুরে একজনের জন্যেই কি সব তোর? আমি কি তবে কিছুই নই? ওকে ছাড়াই দেখ নতুন ভোর, আরো শক্ত হওয়ার অনুরোধ জানাই। সখিগো যাচ্ছ যবে যাও, পিছু ফেরার কি দরকার? নৌকা কেনো পেছন পানে কেনো বাও? দেখোনা আমার সুখের সংসার! পরাজয় অথবা জয় হোক' দুর্দিন না থাক স্বরণে। ভুলে যেয়ো বিগত ঝঞ্ঝাট, পাশে থেকো অন্তত মরণে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।