আমাদের কথা খুঁজে নিন

   

ইতিহাসের স্বাক্ষী ৭১ এর মিরপুরের সেই জল্লাদ খানা ।।

জীবন মানে শুধুই যদি প্রাণ রসায়ন জোছনা রাতে মুগ্ধ কেন আমার নয়ন........ দেশের বড় বড় বধ্যভূমিগুলোর মধ্যে অন্যতম মিরপুরের এই জল্লাদখানা বধ্যভূমি। মুক্তিযুদ্ধকালীন পুরো নয় মাসে এই স্থানে ধরে এনে জবাই করা হয়েছে হাজার হাজার অসহায় মানুষকে। ১৯৯৯ সালে মুক্তিযুদ্ধ জাদুঘরের উদ্যোগে বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় এর খনন কাজ শুরু করেন। তখনকার খননকার্যে পরিত্যক্ত পাম্প হাউসটির কূপ থেকে ৭০টি মানুষের খুলি এবং ৫৩৯২টি বিভিন্ন হাড়গোড় উদ্ধার করা হয়, যার মধ্যে সববয়সী নারী-পুরুষেরই দেহাংশ ছিল বেশি। এছাড়াও যুদ্ধের সময়ে যাদেরকে হত্যা করা হয়েছে তাদের অনেকের ব্যবহৃত জিনিসপত্রও পাওয়া যায় কূপদুটিতে। ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ জল্লাদখানা বধ্যভুমির অবস্থানঃ মিরপুর ১০ নম্বর সেক্টরের ঝুট পলীর শেষে। মিরপুর ১০ নম্বর গোল চক্কর থেকে উত্তরে ২০০ গজ দূরে পূর্ব পাশে মিরপুর বেনারসী পল্লী'র ১ নং গেইট বরাবর ঢুকে আরো ২০০ গজ দূরে বামে অবস্থিত। ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ উৎসর্গঃ শতভিষা  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।