আমাদের কথা খুঁজে নিন

   

একজন 20বছরের তরুনীকে লেখা এক বৃদ্ধের প্রেমপত্র ।

. . প্রেয়সী , "দেখিতে পেয়েছি পর্বত মালা দেখিতে পেয়েছি সিন্ধু দেখা হয়নাই চক্ষু মেলিয়া ঘর হতে দু'পা বাড়াইয়া থ্যাবড়া নাকের পাশে গড়া একটি তিলের বিন্দু । " ... পত্রের প্রথমেই আমার 40বিঘা সরিষা ক্ষেতে ফুটে ওঠা সরিষা ফুলের ভালবাসা নিও । ভালবাসা নিও আমার 15বিঘা ভিটা বাড়ির আম আর কাঁঠাল গাছগুলোর । ভালবাসা নিও এই বুড়োর যে অতি সম্প্রতি তোমার ভালবাসায় পতিত হয়েছে । তুমি জানোনা কি উত্থাল পাতাল এ মনে চলছে ।

বামপাঁজরের নিচে চিনচিন করে ব্যথাটাকে ডাক্তার বলছে হার্ট এ্যটাকের ব্যথা । কিন্তু আমি জানি এই ব্যথা শুধু তোমারই জন্য । তোমার মতো রুপবতী আমার পার্শ্ববর্তী এলাকায় থাকতেও আমি এটা এতদিন জানতে পারিনি ভেবে অতিযত্নে ধরে রাখা আমার মাথার একমাত্র চুলটি ছিড়ে ফেলতে ইচ্ছে করে । ইচ্ছে করে আজই গিয়ে তোমার বাঁপের সকলকিছু দখল করে তোমাকে চতুর্থ স্ত্রী মর্যাদা দিয়ে ঘরে নিয়ে আসি । কিন্তু না ! আমি তা করবো না ।

আমি জানি ভালবাসা জোর করে পাওয়া যায় না । আমি তোমাকে জয় করতে চাই । আমি বিশ্বাস করি তোমার স্পর্শ পেলে আমার এই ঝুলানো চামড়ায় যৌবনের টান ধরবে , পাঁকা দাড়ি কাঁচা হবে , হারিয়ে ফেলা শক্তি পুনরুদ্ধার হবে । আমি আবার অমৃত স্বাদ খুঁজে পাবো । তোমার টানাটানা হরিনী চোখদুটি যেন আমাকে বাঘ বানিয়ে ফেলে , তোমার চিকন কোমড় আমার ক্ষিপ্রতা বাড়ায় , তোমার মিষ্টি হাসি আমার ইনসুলিন কমিয়ে দেয় ।

তোমার সমতল নাক যেন রাখালিয়া বাঁশি বাজায় , তোমার কন্ঠ যেন ড্রাম বাজাতে থাকে । হাসির ঝংকারে যেন ধুতুরা ফুটে । আমি এ সব কিছুতেই পাগল । পাগল বলেই বারবার তোমাদের এলাকায় যায় এই অমাবস্যার কোমড় ব্যথা নিয়েও । তুমি এই পাগলকে একটু ঠাঁই দাও ।

পাগলের পাগলামী আর বাড়ায়োনা । ইতি তোমার পাগল ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.