আমাদের কথা খুঁজে নিন

   

পিতা পুত্র কথা

আমার হাইস্কুলের বেশ কিছু ফ্রেন্ড এসএসসি পাশ করার পর নারায়ণগঞ্জে মেরিনে ভর্তি হয়। তাদের সাথে প্রায়ই দেখা করতে যেতাম। মেরিনের অধিকাংশ ছাত্রই প্রথম বছর হোস্টেলে না থেকে মেসে থাকে ( বড় ভাইদের " রুলস " এর অত্যাচার এ )। তো, একদিন ওদের মেসে রাত্রে গল্প করছি, হঠাৎই আলোচনা মোড় নিল নেশা র দিকে। এক বন্ধুর কথায় সেদিন পেটে খিল ধরে গিয়েছিল।

মেরিনে ওদের এক বন্ধু আছে, আদিবাসী। কয়েক মাস পরপর তার বাবা মেসে আসে ছেলের প্রয়োজনীয় খরচের টাকা দেয়ার জন্য, সাথে থাকে একটা সন্দেহ জনক কলসী। ছেলের হাতে টাকা দেয়ার পর তিনি উপদেশ দেন। উপদেশ অনেকটা এরকম - " ভাল করে পড়বি। নিয়মিত ক্লাস করবি।

কোন খারাপ 'ম্যালে ' যাবিনা। খারাপ পোলাপাইন এর সাথে মিশবি না। বিড়ি সিগারেট একদম খাবি না, শুধু মদ খাবি। সাবধান! আবার রাস্তা থেকে বাংলা টাংলা কিনে খাব তিনি কলসির দিকে নির্দেশ করেন - " এই যে বাড়ি থিকা দিয়া গেলাম, ফুরাইলে বলিস........" ( এই লেখা এর উদ্দেশ্য নিছক মজা পাওয়া। তারপরও একটা কথা বলি, এটাই আমার বাংলা, অসংখ্য সম্প্রদায়ের মিলন স্থল।

বাবা ছেলের হাতে মদ দিলে আমরা নাওজুবিল্লাহ বলে চাপাতি নিয়ে তেড়ে যাই না, বড়জোর একটু হাসি তামাশা করি। এটাই আমার স্বপ্নের বাংলাদেশ, সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ। ) ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।