আমাদের কথা খুঁজে নিন

   

পূর্ণিমা রাতে ক্যাম্পাসে বারবিকিউ

অনেক দিন ধরেই ক্যাম্পাসে বারবিকিউ করার ইচ্ছা , কিন্তু সবার নানা ব্যস্ততার কারনে একত্রিত হওয়া হয় না । আর তাই ইচ্ছাটা অপূর্ণই রয়ে যায়। কিন্তু অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ( একটু বেশিই খুশি)। বন্ধুরা মিলে অবশেষে সিদ্ধান্ত নিলাম বারবিকিউ করবো। শেষ পর্যন্ত নানা বাধা পেরিয়ে আয়োজন করা হলো বারবিকিউ। যাই হোক আর কথা না বাড়িয়ে এবার ছবি দেখা যাক......... আমগো আয়োজন.... মুরগীর পিসে মসলা লাগিয়ে বারবিকিউর জন্য প্রস্তুত করা হচ্ছে.. . এবার আগুন দেয়ার পালা..... বাতাস দিয়ে তৈরী করা হচ্ছে বারবিকিউ.... চলছে পরীক্ষা-নীরিক্ষা...... হইতে এহনো মেলা বাকি..... আর কতো ধৈর্য্য ধরা যায়, ধুম তো বাধ মানেনা...... ওদিকে সুগন্ধ পাইয়া বিলাই মিয়াও হাজির........ যাক এইবার তাইলে খাওন যায়...... ধন্যবাদ................

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।