আমাদের কথা খুঁজে নিন

   

আধুনিক জীবন এবং কর্মব্যাস্ততা কেড়ে নিচ্ছে সেই সোনালী দিনগুলি

বকলম ব্লগ-- লোলদের জন্য অবারিত দ্বার আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাতাইতাম বাউল সম্রাট আব্দুল করিমের গাওয়া এই গানটি আসলেই সত্যি। এই গানের কথাগুলা আমরা মর্মে মর্মে উপলব্দি করি। আমাদের জীবন যতই আধুনিক হচ্ছে ততই সেই দিনগুলি হারিয়ে যাচ্ছে। হারিয়ে যাচ্ছে অনেক স্মৃতি অনেক আবেগময় দিন। আগে গ্রামে থাকতাম।

কি সুন্দর সবুজ শ্যামল ছায়াঘেরা ছিল সেই গ্রাম গুলি। এই পরিবেশই রূপসী বাংলার আসল চিত্র। গ্রামের সেই দিনগুলি এখন শুধু স্মৃতি শহরে বসে শুধু সেই কথা মনে করি হয়ত কোন বিশেষ উপলক্ষে কয়েকদিনের জন্য ছোটে যাই সেই গ্রামে। যারা একান্নবর্তি পরিবারে থাকতাম তাদের কত মধুর স্মৃত। সবার সাথেমিলেমিশে থাকার মজাটাই আলাদা ।

মনে পরে গরমের দুপুরে সবাই মিলে পুকেরে ঝাপাঝাপি,খালে বিলে মাছ ধরা, বিকেলে দল বেধে কত রকম খেলাধুলা। শিতের সকালে বা রাতে মা চাচীরা পিঠা তৈরি করত কি মজার ছিল সেই দিনগুলি। শহরে বসে আর সেই পিঠা খাওয়ার সু্যগ হয় না যদিও মাঝে মাঝে পাওয়া যায় মায়ের হাতের সেই পিঠার সাথে তুলনাই করা যায় না। যারা আমার মত এখনও মাঝে মাঝে গ্রামে যান তারা অনেক কিছু এখনও পান। কিন্তু অনেকে আছে যারা কর্মব্যাস্ততার চাপে সময় করে উঠতে পারেন না তারা নিশ্চিই খুব মিস করেন সেই দিনগুলি।

কোলাহল মুক্ত একটা নীরব পরিবেশ। এখন যারা শহরে থাকি কেমন একটা অস্থির পরিস্থিতির মাঝে দিন কাটাই বাইরে বেড়ুলে জ্যাম, ঘরের মাঝে বন্দি জীবন যেন জেলখানার মত। কেমন যেন আন্তরিকতাহীন একটা পরিবেশ। সবাই নিজেকে নিয়েই ব্যাস্ত। অন্যকে নিয়ে ভাবার সময় কই।

সেই দিন বেশী দূরে নয় যেই দিন শররের বাচ্চারা গ্রাম বলতে কিছু চিনবে না তাদের কাছে গল্পের মত মনে হবে। আস্তে সব কিছু আরো উন্নত হবে ব্যাস্ত হয়ে পড়বে জীবনযাত্রা। গ্রামগুলোও আর আগের মত থাকবে না। আধুনিকতার ছোয়া এখন গ্রামেও লেগেছে। একদিন আমরা হয় হারিয়েই ফেলব আমাদের মমতা ঘেরা সেই গ্রামগুলিকে।

গ্রামের পরিবেশ হয়ত অনেক চাহিদাই পূরন করতে পারে না কিন্তু একটু নিরিবিলি শান্তিতে সময় কাটাতে হলে গ্রামের পরিবেশের কোন বিকল্প নেই। প্রচন্ড গরমে ফ্যান গুরলেও কেমন একটা অস্থির ভাব কিন্তু গ্রামের মাঝে একটা শীতল হাওয়া বয়ে যায়। পাড়া প্রতিবেশিদের আন্তরিকতা এই সব কোথায় পাব গ্রাম ছাড়া। গ্রামের বাড়িতে এখনও অথিতি আসলে অনেকেই ভীর জমায় দেখতে আসে কিন্তু শহরে কেউ মরলেও লোক খুজে পাওয়া যায় না। কিন্তু আমরা পারি না গ্রামের ডাকে সাড়া দিতে জীবন জীবিকার প্রয়োজনে শহরেই পাড়ি জমাই কিন্তু যেথায় নাড়ী গাথা তাকে ভুলি কি করে?? আসলে অগোছালো চিন্তা ভাবনা থেকে এলোমেলো ভাবেই লিখে ফেললাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।