আমাদের কথা খুঁজে নিন

   

সৌন্দর্যের উপলব্ধি

শেষ বিকেলের আলোয় সাগরের পাড়ে, দাঁড়িয়ে ভাবছি নিরবে এক মনে। ঢেউয়ের মত ভাবনাগুলো দোলা দেয় ক্ষণে ক্ষণে, ভাবনাগুলোকে ভাবতে করি অনুরোধ, ভাবনার রঙ্গিন ডানায় আকাশে উড়ার একটু অবসর। যে সূর্যের এতো তেজ সেও এখন ক্লান্ত, ক্লান্তির লাল রঙ্গে যেন চায় একটু বিশ্রাম। আমার কষ্টগুলো পায়নি আলোর দর্শণ, অন্ধাকারই হলো বিশ্রামের উপযুক্ত ক্ষণ। ক্লান্তির রং দিয়ে চাই কষ্টের ক্লান্তি ভুলতে, আকাশ দিনের শেষে ব্যস্ত তার সৌন্দর্য নিয়ে।

শেষ সৌন্দর্য যেন মেলে ধরতে চায় এই মুহূর্তে, প্রদীপ যেমন জ্বলে উঠে শেষ মুহূর্তে। কোন সৌন্দর্যকে বেঁধে রাখা যায় না মনে, স্থির চিত্র দিয়ে বাঁধতে হয় মনের ফ্রেমে। সব সৌন্দর্য ভাষা দিয়ে প্রকাশ করতে পারলে, বিধাতার সৃষ্টির রহস্য থাকবেনা এ ভূবনে। বিধাতাকে বুঝতে হও সৌন্দর্যের সন্ধানী, সৌন্দর্য যত বেশি উপলব্ধির ক্ষণ নয় তত বেশি। সেই যেন বেশি দিন বাঁচলো, যে যত সৌন্দর্য মনে ধারণ করলো।

একটি সুন্দর বার বার অবলোকনে, অসুন্দর লাগতে পারে এই মনের কোনে। সৌন্দর্য দিয়ে সৌন্দর্যের উপলব্ধি বাড়ে। সৌন্দর্য প্রকাশের শব্দগুলি থাকে স্থির যেখানে পৃথিবীর সব সৌন্দর্য অস্থির।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.