আমাদের কথা খুঁজে নিন

   

অতীত কথন

সাধারন মানুষ ছোট্ট একটা মেয়ে মাত্র ক্লাস নাইনে এ পড়ে । হাজার গোপনীয়তার মাঝে আমি তার সাথে সম্পর্ক করেছিলাম, কিন্তু কিভাবে কিভাবে যেন সবাই টের পেয়ে যায়। তারপর যারা জানে, তারা আমাকে দেখলে খালি মুচকি হাসে। অতপর ভয় পেয়েই হোক আর মান সম্মানের ভয়েই হোক প্রেম করার সাধ আমার মিটে যায়। তার উপর জীবনের প্রথম প্রেম।

সরাসরি কিছু বলতেও পারিনা। ভালবাসতেও ইচ্ছে করে, আবার কথা বলতেও ভয় হয়। ফ্রেন্ড রা তো মহা বিরক্ত সেই সাথে আবার তাদের উৎসাহেরও কম নেই। কতো জনের কতো উপদেশ। ব্যাটা এতদিন চিরকুমার থেকে এখন কিনা একটা মোটা মেয়ের সাথে প্রেম।

ছি ছি মানুষের তো একটা চয়েস থাকে, তুই কি রাতকানা। ক্লোজ ফ্রেন্ড মিথুন বলে ওর আগা পাছায় দু ঘা দে,মাথা থেকে সব ভুত নেমে যাবে। আমি বিজ্ঞের মত মাথা নাড়িয়ে বলি তোরা খালি ওর বাইরের টাই দেখলি, ভেতরের টা তো দেখলি না। সাথে সাথে সরু চোখে চিকন স্বরে হারামিটা আমাকে বলে মানে? মানে আবার কি, দেখতে একটু মোটা হলে কি হবে ওর মনটা কিন্তু একেবারে মোমের মতো। পাশ থেকে আরেকজন বলে ওঠে এ কি আমার মন বিশারদরে, মেয়েদের মন তুই কি বুঝিস জীবনে কয়টা মেয়ের সাথে তুই প্রেম করেছিস শুনি।

আমি বলি- জীবনে কখনো প্রেম না করলে কি হবে তাই বলে যে মেয়েদের সম্পর্কে জানবনা তাই কি করে ভাবলি। রাকিব ধোঁয়ার রিং ছাড়তে ছাড়তে বলে যেতে দে ও শালার একটা ছেঁকা খাওয়ার বাকি আছে। আমি উদাস দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে ভাবতে থাকি………….. দুই দিন পর জামতলায় দাড়িয়ে আছি। আমার ডেটিং স্পট। ২ টা বাজে।

আর একটু পর স্কুল থেকে এ পথেই মৌ বাড়ি যাবে। অধির আগ্রহ নিয়ে আমি দাড়িয়ে আছি। কি কি বলবো তাই ভাবছি। এর আগে একবার মুখ ফসকে বলে ফেলেছিলাম তুমি এত মোটা কেন, বাড়িতে খুব খাও নাকি, একটু কম খেলে হয়না, বলেই যাচ্ছিলাম। কিন্তু মুখের দিকে তাকাতেই আর সাহস হলনা।

ভয়ানক চোখে আমার দিকে তাকিয়ে আছে । মনে মনে ভাবছি কোথাও ভুল হল নাকি। ভাবনার জাল ছেঁদ করে দিয়ে তীব্র স্বরে জোরে যেতে যেতে যা বলল তার সারমর্ম হচ্ছে আমি যেন আর কোনোদিন তার সাথে কোনও যোগাযোগের চেষ্টা না করি । পরে অনেক হাত পা ধরে রেহাই পাইছিলাম। যাক সে কথা, দেখি সে আসছে।

কাছে এসেই প্রথমে যা বলল তাতে তো আমার আক্কেলগুড়ুম। ভর দুপুরে লাল গেঞ্জি আর সাদা প্যান্ট পরে বেহায়ার মতো গাছতলায় কেন দাড়িয়ে আছি । মানুষের তো একটা রুচি বোধ থাকে আমার নাকি দিন দিন সেটা হারিয়ে যাচ্ছে। হায় হায় যা যা বলবো বলে ভেবেছিলাম, বেমালুম তা ভুলে গেলাম। তারপরও আমি হাসিহাসি মুখ করে বললাম অনেক দিন তোমাকে দেখিনি তো তাই একটু দাঁড়িয়েছিলাম ।

যাই হোক, আমার সরলতা দেখেই হোক আর করুনা করে হোক ও একটু থেমে বলল এই অবস্তায় অনেক দূর থেকে দেখলে লোক বুঝতে পারবে যে গাছের নিচে দুজন মানুষ আছে। আর আমাদের এই ছোট্ট শহরে এসব কুৎসা রটতে বেশী সময়ও লাগবে না। শোনা মাত্রই আমার অবস্তা খারাপ, সাথে সাথে বাড়ির দিকে রওনা দিলাম। পেছন থেকে ওর ডাক-আরে এসেই যখন পরেছ তখন আমাকে একটু বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে জাওনা। যাব কিনা যাবনা চিন্তা করতেই দেখি ওর রাগের পারদ ধীরে ধীরে বাড়ছে, তাই সাথে সাথে বললাম তুমি আগে আগে যাও আমি পেছনে পেছনে আসছি।

এ কথা শুনেই ‘হায় আল্লাহ আমি কার সাথে প্রেম করছি, এতো মানুষ না বিলাই, লাগবে না তোমার আমার সাথে আসতে’ বলেই রওনা হয়ে গেলো। আমি দাড়িয়ে দাড়িয়ে ভাবতে থাকলাম, আমার শুধু রুচিবোধই না ধীরে ধীরে আমার বুদ্ধিও লোপ পাচ্ছে ……….. ……………………………………………………………………………………………………………………………………………………........ প্রিয় ব্লগার, অনেক দিন আগে ঘটে যাওয়া আমার জীবনের কিছু ঘটনা ডাইরির পাতা থেকে তুলে ধরলাম। জীবনের প্রথম প্রেম, কিছু টক ঝাল মিষ্টি সৃতি। ফ্রেন্ড রা বলে জীবনের প্রথম প্রেম কোনোমতেই ভুলে যাওয়া সম্ভব নয়। আসলেই তাই।

কতো বোকাই না ছিলাম। আচ্ছা প্রেমে পড়লে ছেলেরা এতো বোকা হয়ে যায় কেন ? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।