আমাদের কথা খুঁজে নিন

   

গম্ভীর ও যুবরাজ বাদ

গৌতম গম্ভীর ও যুবরাজ সিংকে বাইরে রেখে আজ শনিবার চ্যাম্পিয়নস ট্রফির জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছেন ভারতীয় নির্বাচকেরা। দীর্ঘ সময় পর ওয়ানডে দলে ফিরিয়ে আনা হয়েছে দিনেশ কার্তিক ও শেখর ধাওয়ানকে।
ধাওয়ান সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০১১ সালের জুনে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। অন্যদিকে, দিনেশ কার্তিককে সর্বশেষ ভারতের হয়ে ওয়ানডেতে দেখা গেছে ২০১০ সালের আগস্টে, শ্রীলঙ্কার বিপক্ষে।
গম্ভীর-যুবরাজ ছাড়া গত জানুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে খেলা ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন আরও চারজন।

তাঁরা হলেন ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা ও অজিঙ্ক রাহানে এবং ফাস্ট বোলার অশোক ডিন্ডা ও শামি আহমেদ। পূজারাকে রাখা হয়নি ইনজুরির কারণে।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, ফর্মহীনতার কারণেই বাদ পড়তে হয়েছে গম্ভীর ও যুবরাজকে। ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ওয়ানডেতে ১২৭ রান করেন গম্ভীর। এর আগে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচে করেন মাত্র ৩৪ রান।

অন্যদিকে ক্যানসার চিকিত্সা শেষে দলে ফিরে আসার পর আট ওয়ানডেতে যুবরাজের হাফ সেঞ্চুরি আছে মাত্র একটি।
এবারের চ্যাম্পিয়নস ট্রফি মাঠে গড়াবে ৬ জুন। ইংল্যান্ডে অনুষ্ঠেয় এই প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে ভারতীয় দল।
ভারতীয় দল: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), শেখর ধাওয়ান, বিরাট কোহলি, সুরেশ রায়না, দিনেশ কার্তিক, মুরালি বিজয়, রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, ইরফান পাঠান, উমেশ যাদব, ভুবনেশ্বর কুমার, ইশান্ত শর্মা, অমিত মিশ্র ও বিনয় কুমার। ।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.